IPL 2021: কোয়ারান্টিন পর্ব শেষে অনুশীলন শুরু বিরাট কোহলির

কোয়ারান্টিন পর্ব শেষে সবার সামনে আসা বিরাটের মুখে যদিও কোনও অভিব্যক্তি ধরা পড়েনি। বরং দলের সবার সঙ্গে আগের মতোই হাসি ঠাট্টায় মাতলান। বিরাটের পাশাপাশি ছন্দে দেখাচ্ছে মহম্মদ সিরাজকেও। কোচ মাইক হেসেন জানিয়েছেন, গত দুটি মরসুম ধরে এই পেসার দলের গুরুত্বপূর্ণ সম্পদ।

IPL 2021: কোয়ারান্টিন পর্ব শেষে অনুশীলন শুরু বিরাট কোহলির
আরসিবির অনুশীলনে বিরাট কোহলি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2021 | 4:08 PM

দুবাই: ভারতীয় দলে করোনার হানা, তাই পঞ্চম টেস্ট শেষ না করেই দুবাইয়ে আইপিএলের (IPL) মঞ্চে চলে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুবাই পৌঁছে ছ’দিনের কোয়ারান্টিন শেষে অনুশীলনেও (training) নেমে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক। সঙ্গে ভারতীয় দলের আর এক তারকা মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

লম্বা সময় টি-২০ (T20) ক্রিকেটার বাইরে বিরাট। সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন। তারপর রুটদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের চারটি টেস্ট খেলা। লাল বল থেকে সাদা বলের ক্রিকেটে শিফট করতে কতটা সময় নিতে পারেন কিং কোহলি। উত্তর এক দিনও নয়। আরসিবি অনুশীলনে প্রথম বল থেকেই যেন পঞ্চম গিয়ারে বিরাট। ম্যাচে প্র্যাক্টিসে অংশ নিলেন। তারপর কিছুক্ষণ নকিং।

বিরাটকে দেখে খুশি দলের কোচ মাইক হেসেন। বলছেন আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন অধিনায়ক। দিন কয়েক আগেই তাঁর একটা সোশাল মিডিয়া পোস্ট ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেটে। টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর।

কোয়ারান্টিন পর্ব শেষে সবার সামনে আসা বিরাটের মুখে যদিও কোনও অভিব্যক্তি ধরা পড়েনি। বরং দলের সবার সঙ্গে আগের মতোই হাসি ঠাট্টায় মাতলান। বিরাটের পাশাপাশি ছন্দে দেখাচ্ছে মহম্মদ সিরাজকেও। কোচ মাইক হেসেন জানিয়েছেন, গত দুটি মরসুম ধরে এই পেসার দলের গুরুত্বপূর্ণ সম্পদ। ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স সিরাজকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। মাইক হেসেনকে সব থেকে বেশি স্বস্তি দিচ্ছে দলের তিন তারকার ফর্ম। অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছেন এবি ডেভিলিয়ার্স। বড় শট নিচ্ছেন ম্যাক্সওয়েল। আর টেস্ট খেলে ফিরে বিরাটও টি-২০ ছন্দে ঢুকে পড়েছেন।

প্রথম পর্বে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জিতে লিগ তালিকার তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করছে আরসিবি (RCB)।

আরও পড়ুন: AFC Cup 2021: অমরিন্দরের গলায় আত্মবিশ্বাসের সুর, কাল উজবেকিস্তানে প্রীতমরা