Shikhar Dhawan : বিশ্বকাপের স্বপ্ন শেষ যখন, তখন রোহিত-বিরাটকে টিমে রাখলেন শিখর

মুখ্য নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ফরম্যাটে শিখর ধাওয়ানের 'টেরিফিক' ক্রিকেটার হলেও ওপেনিংয়ে রোহিত শর্মা, শুভমন গিল এবং ঈশান কিষাণই হলেন ওপেনিংয়ের পছন্দের তালিকায়।

Shikhar Dhawan : বিশ্বকাপের স্বপ্ন শেষ যখন, তখন রোহিত-বিরাটকে টিমে রাখলেন শিখর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 5:49 PM

কলকাতা : ৩৭ বছরের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) জন্য জাতীয় দলের দরজা কি একেবারেই বন্ধ হয়ে গেল? মুখ্য নির্বাচক অজিত আগরকরের কথায় তেমনই আঁচ পাওয়া গিয়েছে। অনেকদিন হল জাতীয় দলে সুযোগ পান না শিখর। মাঝেমধ্যে ভারতের দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু শুভমন গিলের মতো তরুণ ওপেনারের উঠে আসা শিখরের কেরিয়ারে বাধা হয়েছে। ওডিআই বিশ্বকাপের জন্য এশিয়ান গেমসে ‘বি’ টিম পাঠাচ্ছে বিসিসিআই। তরুণ ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। এশিয়ান গেমসের দলে নিজের নাম দেখতে না পেয়ে চমকে গিয়েছিলেন। তবে হাল ছাড়েননি। চলতি বছরে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ। মুখ্য নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ফরম্যাটে শিখর ধাওয়ানের ‘টেরিফিক’ ক্রিকেটার হলেও ওপেনিংয়ে রোহিত শর্মা, শুভমন গিল এবং ঈশান কিষাণই হলেন ওপেনিংয়ের পছন্দের তালিকায়। শুভমন গিল, ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়ালদের মতো তরুণরা ওপেনিং স্লটের দৌড়ে রয়েছেন। সেখানে ৩৭ বছরের শিখর অনেক দূরের স্বপ্ন।  বিস্তারিত TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

১৩ বছরের কেরিয়ারে ১৬৭টি ওডিআই ম্যাচ খেলে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি। আইসিসি ইভেন্টে ভারতের অন্যতম টপ পারফর্মার হলেন গব্বর। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন। ২০১৫ সালের বিশ্বকাপে তাঁর ব্যাটে এসেছিল জোড়া সেঞ্চুরি। পরিসংখ্যান যাই বলুক, মুখ্য নির্বাচকের কথায় জবাব হয়তো পেয়ে গিয়েছেন শিখর। সোমবার এশিয়া কাপের দল ঘোষণার পর অনুরাগীরা ধাওয়ানকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই সত্যিটা মেনে নিয়ে তাঁর অতীত পারফরম্যান্স তুলে ধরে নিজেদের মনকে সান্ত্বনা দিয়েছেন ।

একদিকে যখন জাতীয় দলে ফেরার স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গিয়েছে তখন বিরাট কোহলি, রোহিত শর্মাকে বিশ্বকাপে তাঁর আদর্শ একাদশে রাখলেন কোহলি। লোকে বলে, কোহলির সঙ্গে ধাওয়ানের সম্পর্ক নাকি ভালো নয়। কিন্তু আইসিসি রিভিউতে স্বপ্নের একাদশে বিরাট এবং রোহিত উভয়কেই রেখেছেন গব্বর। বিরাটকে বেছে নিয়েছেন পাগলের মতো রান করার জন্য। তাঁকে বিশ্বের সেরা ব্যাটার বলে অভিহিত করেছেন। রোহিতকে নিয়ে শিখর বলেছেন, “ও অনেক অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্টে এবং দ্বিপাক্ষিক সিরিজে প্রচুর রান করেছে। বড় মঞ্চে ও প্রমাণিত।”