Shoaib Akhtar: কঙ্গনার সঙ্গে রোম্যান্সের সুযোগ এসেছিল…পাক ক্রিকেটারের দাবিতে আলোড়ন
এক বাঙালি পরিচালকের সুপার ডুপার হিট ছবিতে কাজ করার প্রস্তাব এসেছিল পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শোয়েব আখতারের কাছে। তাঁর দাবি হইচই ফেলে দিয়েছে ভারতের ক্রিকেট ও সিনেপ্রেমীদের মধ্যে।
ইসলামাবাদ: বলিউডের প্রতি পাকিস্তানের দুর্বলতার কথা কারও অজানা নয়। এই তালিকা থেকে বাদ পড়ে না পাক ক্রিকেট জগতও। পাক ক্রিকেটে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যার ছড়াছড়ি। কিং খানের ডাই হার্ড ফ্যান সেদেশের গতির তারকা শোয়েব আখতার (Shoaib Akhtar)। তাঁর বায়োপিক নিয়ে মাঝেমধ্যেই খবর শোনা যায়। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস হঠাৎ এমন এক দাবি করেছেন যাতে হইচই পড়ে গিয়েছে ভারতের ক্রিকেট সমর্থকদের মধ্যে। তাঁর দাবি, বাঙালি পরিচালক অনুরাগ বসুর সুপার ডুপার হিট ছবি গ্যাংস্টারে (Gangster: A Love Story) নায়কের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। ছবিটির প্রযোজক মহেশ ভাট। তিনিই নাকি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের কাছে। ঠিক কী বলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার? পড়ে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
২০০৬ সালে ‘গ্যাংস্টার: আ লাভ স্টোরি’ ছবিটি বক্স অফিস তোলপাড় করে দিয়েছিল। ছবিটি দুই নায়ক ও এক নায়িকাকে কেন্দ্র করে। অভিনেত্রী কঙ্গনা রানাউত গ্যাংস্টার ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বাকি দুই মুখ্য চরিত্রে কাজ করেন ইমরান হাসমি এবং সাইনি আহুজা। এই ত্রয়ীর অভিনয়, ছবির গল্প ও সর্বোপরী সিনেমার গান দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। গ্যাংস্টারের সাফল্যে বলিউডে জমি খুঁজে পেয়েছিলেন বাঙালি পরিচালক অনুরাগ বসু। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতারের দাবি, সর্বপ্রথম গ্যাংস্টার ছবিটির নায়কের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, “২০০৬ সালে মুক্তি পাওয়া ছবি গ্যাংস্টারের মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক মহেশ ভাট আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।”
তারপর কী হল? শোয়েব কেন মহেশের ছবির প্রস্তাব লুফে নিলেন না? সেসব অবশ্য খুলে বলেননি ক্রিকেটার। তবে শোয়েব আখতারের দাবি হইচই ফেলে দিয়েছে। শোয়েব না বললেও নেটিজেনদের অনুমান, ছবিটিতে সাইনি আহুজা যে চরিত্রে অভিনয় করেছেন তাতে শোয়েবকে ভেবেছিলেন মহেশ ভাট। সাইনির চরিত্রটি ছিল গ্যাংস্টারের। সেটিই ছবির মুখ্য চরিত্র। বলিউড বিউটি কঙ্গনা রানাউতের সঙ্গে পর্দায় রোম্যান্সের সুযোগ পেয়েও শেষমেশ হাতছাড়া হয়েছিল। এর কারণটা জানালে শোয়েবের দাবি আরও পোক্ত হতে পারত। পাক ক্রিকেটারের দাবির মধ্যে আদৌ কোনও সত্যতা আছে কি না তা একমাত্র বলতে পারেন ছবির প্রযোজক মহেশ ভাট।