Shreyas Iyer: ব্যাথা কমছেই না, এখনও ইঞ্জেকশন নিতে হচ্ছে শ্রেয়সকে!

Asia Cup 2023: আসন্ন এশিয়া কাপে ফেরার কথা পরিকল্পনা করেছিলেন শ্রেয়স। কিন্তু শ্রেয়সের এখন যা অবস্থা, তাতে এশিয়া কাপের মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়।

Shreyas Iyer: ব্যাথা কমছেই না, এখনও ইঞ্জেকশন নিতে হচ্ছে শ্রেয়সকে!
ব্যাথা কমছেই না, এখনও ইঞ্জেকশন নিতে হচ্ছে শ্রেয়সকে!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 5:15 PM

নয়াদিল্লি : ভারতের মাটিতে এ বারের বিশ্বকাপ (Cricket World Cup 2023) হতে এখনও ৩ মাস বাকি। তার আগে ভারতীয় শিবিরে চোট সমস্যা যেন মিটছেই না। জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের চোটের অবস্থা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর শোনা যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়স আইয়ারের নতুন করে পিঠের সমস্যা শুরু হয়েছে। অসহ্য যন্ত্রণার কারণে সদ্য নাইট অধিনায়ককে ইঞ্জেকশনও নিতে হয়েছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল এশিয়া কাপে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আপাতত যা পরিস্থিতি তাতে শ্রেয়সের ২২ গজে ফেরার দিনের অপেক্ষা আরও বাড়ল। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি বছরের এপ্রিলে লন্ডনে শ্রেয়স আইয়ারের পিঠের চোটের অস্ত্রোপচার হয়েছিল। যার ফলে তিনি এ বারের আইপিএলে খেলতে পারেননি। শ্রেয়সের পরিবর্তে ১৬তম আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দেন নীতীশ রানা। অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্ব শুরু করেছিলেন শ্রেয়স। ঠিকঠাকই এগোচ্ছিলেন। হঠাৎ বিপত্তি। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এনসিএসতে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর পিঠের ব্যাথাও হঠাৎ করেই এখন বেড়েছে। যার ফলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে সম্প্রতি ইঞ্জেকশনও নিতে হয়েছে।

আসন্ন এশিয়া কাপে ফেরার কথা পরিকল্পনা করেছিলেন শ্রেয়স। কিন্তু শ্রেয়সের এখন যা অবস্থা, তাতে এশিয়া কাপের মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। যা রোহিত শর্মার ভারতের কাছে বড় ধাক্কার হতে চলেছে। শ্রেয়সের পাশাপাশি লোকেশ রাহুলকেও এ বারের এশিয়া কাপে হয়তো পাবে না ভারত। লন্ডন থেকে থাই সার্জারি করিয়ে দেশে ফেরার পর, এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন লোকেশ রাহুল। একদিকে যখন শ্রেয়স-রাহুলের চোট ভাবাচ্ছে বিসিসিআইকে, তখনই অন্যদিকে জসপ্রীত বুমরাকে নিয়ে ভালো খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর এশিয়া কাপের আগেই ২২ গজে ফিরতে চলেছেন বুম বুম বুমরা। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এবং এশিয়া কাপের আগে রয়েছে ভারতের আয়ার্ল্যান্ড সিরিজ। সেখানেই জাতীয় দলে কামব্যাক হতে পারে বুমরার।

GHORER BIOSCOPE