Shubman Gill-Virat Kohli: শুধু সেঞ্চুরিই নয়, সিক্স প্যাক অ্যাবসও কোহলির মতো; রইল শুভমনের আগুন ঝরানো ছবি

Shubman Gill vs Virat Kohli: গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজের এক শার্টলেস ছবি শেয়ার করেছেন। যা রীতিমতো ভাইরাল। সেই ছবি দেখে অনেকেই বিরাট কোহলির সঙ্গে গিলের তুলনা করা শুরু করেছেন।

Shubman Gill-Virat Kohli: শুধু সেঞ্চুরিই নয়, সিক্স প্যাক অ্যাবসও কোহলির মতো; রইল শুভমনের আগুন ঝরানো ছবি
Shubman Gill-Virat Kohli: শুধু সেঞ্চুরিই নয়, সিক্স প্যাক অ্যাবসও কোহলির মতো; রইল শুভমনের আগুন ঝরানো ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 7:40 PM

কলকাতা : বাইশ গজে তো বটেই, তার বাইরেও শুভমন গিল (Shubman Gill) বরাবরই থাকেন লাইমলাইটে। বছর ২৩ এর তরুণ তুর্কির স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ তরুণীরা। এ বার সেই গিল শুধুমাত্র একটি তোয়ালে জড়িয়ে ছবি শেয়ার করলেন নেটদুনিয়ায়। শুভমনের যে ছবি তরুণীদের মনে ঝড় তুলতে বাধ্য। সেঞ্চুরি হাঁকিয়ে ২২ গজে দাপট দেখানোর পর শার্টলেস ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শুভমন গিল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেও আরসিবিকে এ বারের আইপিএলের (IPL 2023) প্লে অফে পৌঁছে দিতে পারেননি বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরির জবাব আর একটা সেঞ্চুরি দিয়ে করেছিলেন শুভমন গিল। সেই স্মৃতি এখনও ক্রিকেট প্রেমীদের মনে টাটকা। এই পরিস্থিতিতে আজ, চিপকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে নামবে গুজরাট। ব্যাট হাতে ২২ গজে শাসন করার আগে নেট দুনিয়ায় সিক্স প্যাক অ্যাবস দেখিয়ে আগুন ঝরালেন শুভমন গিল। পঞ্জাব তনয়ের এই ছবি দেখে নেটিজ়েনরা কমেন্টে বিরাট কোহলির সিক্স প্যাক অ্যাবস দেখানো ছবি পোস্ট করেছেন। এক টুইটার ব্যবহারকারী বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমন গিলের শার্টলেস সিক্স প্যাক অ্যাবস দেখানো ছবি শেয়ার করেছেন। তার কমেন্টে একজন বলেছেন, ‘গিল তো সব জায়গায় বিরাট ভাইকে ভালোই টেক্কা দিচ্ছেন।’ বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গুজরাট টাইটান্সের ওপেনার শুভমন গিল তোয়ালে জড়িয়ে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘थर्स्ट-trap’। শুভমনের শেয়ার করা ওই তোয়ালে জড়ানো ছবিতে টুইটারে এখনও অবধি ৪.৮ মিলিয়ন ভিউ হয়েছে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে চলেছে। গিলের এই তোয়ালে জড়ানো ওই ছবিতে একজন কমেন্ট করেছেন, ‘রোজ ঘুম থেকে ওঠে, দলকে ম্যাচ জেতাও, শ্বশুরের দলকে প্লে অফে পৌঁছে দাও, সেক্সি দেখতে লাগুক তোমায়, আর সবশেষে ঘুমিয়ে পড়ো।’

এ তো গেল শুভমনের তোয়ালে জড়ানো ছবি নিয়ে কথা। ওই ছবিতে শুভমনের মোবাইলের পিছনে একটি পাঁচশো টাকার নোট দেখা গিয়েছে। যা নেটিজ়েনদেরও নজর এড়ায়নি। অনেকেই এই নিয়ে কমেন্টও করেছেন। অতীতে শুভমন নতুন হেয়ারস্টাইল করিয়ে যখন নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন, ওই সময়ও নেটিজ়েনরা তাঁর মোবাইলের পিছনে থাকা পাঁচশো টাকার নোটটি নিয়ে কমেন্ট করেছিলেন।