ICC ODI Rankings: ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াতে পারেন বাবর, ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন শুভমন
চলতি এশিয়া কাপে ভারত এখনও অপরাজিত। ভারতের তরুণ ওপেনার শুভমন গিল এখনও অবধি এই মহাদেশীয় টুর্নামেন্টে ২টি অর্ধশতরান করেছেন। মোট ১৫৪ রান করেছেন ডান-হাতি এই ব্যাটার। এই সুবাদে শুভমন গিল আইসিসি ব্যাটারদের ওডিআই র্যাঙ্কিংয়ে তিন থেকে দুই নম্বরে পৌঁছে গিয়েছেন। এই তালিকার শীর্ষে থাকা বাবর আজমের অর্জিত রেটিং পয়েন্ট ৮৬৩।
দুবাই: বাবর আজমের (Babar Azam) রাজত্ব কি গিলে খাবেন শুভমন গিল? এক ধাপ করে তিনি বেশ সেই পথেই এগিয়ে চলেছেন। এশিয়া কাপের মাঝে আইসিসি ওডিআই র্যাঙ্কিং (ICC ODI Rankings) প্রকাশ করেছে আইসিসি। তাতে ভারতের তরুণ ওপেনার শুভমন গিলের উন্নতি হয়েছে। কেরিয়ারের সেরা ওডিআই র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন শুভমন গিল (Shubman Gill)। বর্তমানে ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ের ২ নম্বরে পৌঁছে গিয়েছেন গিল। পাক অধিনায়ক বাবর আজম অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। কিন্তু তাঁর রাজত্ব যে টলমলে হওয়ার পথে তারই আভাস দিচ্ছেন শুভমন। গিল ছাড়া ওডিআই র্যাঙ্কিংয়ে ব্যাটারদের একাদশে আর কোন কোন ভারতীয়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি এশিয়া কাপে ভারত এখনও অপরাজিত। ভারতের তরুণ ওপেনার শুভমন গিল এখনও অবধি এই মহাদেশীয় টুর্নামেন্টে ২টি অর্ধশতরান করেছেন। মোট ১৫৪ রান করেছেন ডান-হাতি এই ব্যাটার। এই সুবাদে শুভমন গিল আইসিসি ব্যাটারদের ওডিআই র্যাঙ্কিংয়ে তিন থেকে দুই নম্বরে পৌঁছে গিয়েছেন। এই তালিকার শীর্ষে থাকা বাবর আজমের অর্জিত রেটিং পয়েন্ট ৮৬৩। বাবরের থেকে শুভমন ধীরে ধীরে এই রেটিং পয়েন্টের ব্যবধান কমাচ্ছেন ঠিকই, কিন্তু এখনও তাঁদের মধ্যে ১০৩ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে।
Race for the top spot heats up 🔥
India’s top performers make significant gains in the latest @MRFWorldwide ICC Men’s ODI Batting Rankings.#ICCRankings | Details 👇https://t.co/AmRI1lbFBG
— ICC (@ICC) September 13, 2023
আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শুধু শুভমনের উন্নতি হয়েছে, তা নয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরও এই তালিকায় উন্নতি হয়েছে। এর আগে আইসিসির প্রকাশিত ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বিরাট ও রোহিত ছিলেন দশম ও একাদশতম স্থানে। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। রোহিতের ব্যাটে এশিয়া কাপে পরপর তিন ম্যাচে হাফসেঞ্চুরি এসেছে। আপাতত ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় ৮ নম্বরে বিরাট এবং ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে পৌঁছে গিয়েছেন রোহিত। গত সাড়ে চার বছরের মধ্যে এই প্রথম বার ভারতের তিনজন ক্রিকেটার আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন।