Shubman Gill: রোহিতের সঙ্গে ওপেনিংয়ে শুভমন জুটি কেন হিট, কী যুক্তি দিলেন গিল?

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গিল জানিয়েছেন, রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামতে তাঁর দারুণ লাগে। এই জুটির পার্টনারশিপ পরিসংখ্যাও নজরকাড়া।

Shubman Gill: রোহিতের সঙ্গে ওপেনিংয়ে শুভমন জুটি কেন হিট, কী যুক্তি দিলেন গিল?
Shubman Gill: রোহিতের সঙ্গে ওপেনিংয়ে শুভমন জুটি কেন হিট, কী যুক্তি দিলেন গিল? Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 10:51 PM

নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপে (Asia Cup) ভারতের হয়ে প্রত্যাশামতো ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিলকে (Shubman Gill)। এই জুটি এশিয়া কাপ তো বটেই তারপর বিশ্বকাপেও ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের তরুণ তুর্কি শুভমন গিল মনে করেন, রোহিতের সঙ্গে তাঁর ওপেনিং জুটি বিশেষ হওয়ার একটা আলাদা কারণ রয়েছে। সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গিল জানিয়েছেন, রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামতে তাঁর দারুণ লাগে। এই জুটির পার্টনারশিপ পরিসংখ্যাও নজরকাড়া। ওডিআইতে মাত্র ৯টি ইনিংসে শুভমন ও রোহিতের জুটিতে উঠেছে ৬৮৫ রান। হিটম্যানকে নিয়ে আর কী বললেন শুভমন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

‘রোহিত ভাই আমাদের স্বাধীনতা দিয়েছে…’, অকপটে এ কথা বলেছেন শুভমন গিল

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে রোহিতের সঙ্গে ওপেনিং নিয়ে গিল বলেন, ‘ওর সঙ্গে ওপেন করতে নেমে দারুণ লাগে। বিশেষ করে, যখন এটা জানি যে পুরো ফোকাস ওর উপরই থাকবে। তাও ভালো লাগে। রোহিত ভাই এমন একজন ক্রিকেটার যিনি পছন্দ করেন বাকি ক্রিকেটাররা ব্যাটিংয়ের সময় নিজেকে প্রকাশ করুক। সকল ব্যাটার তাদের পছন্দমতো ও স্বাধীন ভাবে খেলুক।’

শুভমনের মতে তাঁর ও রোহিতের ব্যাটিং স্টাইল দুই ধরণের বলে তাঁদের জুটি এত সফল। তিনি বলেন, ‘আমার মনে হয় রোহিত ভাই যে জায়গা গুলোতে টার্গেট করে, তাঁর থেকে আমার শট নেওয়ার জায়গা গুলো আলাদা হয়। রোহিত ভাই সবদিকেই শট খেলতে পছন্দ করেন। বিশেষ করে স্কোয়ার বাউন্ডারির দিকে। আর আমি গ্যাপ খুঁজে বাউন্ডারি মারার চেষ্টা করি। আর রোহিত ভাই ছক্কা হাঁকানোর সুযোগ খোঁজে। তাই আমার মনে হয় আমাদের এই কম্বিনেশনটা কাজে লেগে যায়।’ এ বার দেখার আসন্ন এশিয়া কাপে এবং তারপর বিশ্বকাপের মহাযুদ্ধে ভারতের এই ওপেনিং জুটি কতটা দলের জন্য কার্যকরী হতে পারে।