Shubman Gill : বিতর্কিত আউটে চরম বিরক্ত, গ্রিনকে ব্যঙ্গ করে মনের ঝাল মেটালেন শুভমন
WTC Final 2023 : চতুর্থ দিনের খেলার শেষে বিতর্কিত আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের ওপেনার। কোনও শব্দ খরচ করেননি তিনি।
লন্ডন: আউট নাকি নট আউট? সোশ্যাল মিডিয়ায় গতকাল রাত থেকে রীতমতো দক্ষযজ্ঞ চলছে। ক্যামেরন গ্রিনের বিতর্কিত ক্যাচে শুভমন গিলকে (Shubman Gill) দ্রুত মাঠ ছাড়তে হয়। আদৌ কি ওটা আউট? স্কট বোল্যান্ডের বলে গালিতে ডাইভ দিয়ে ‘ক্যাচ’ নেন গ্রিন। অজি অলরাউন্ডারের দাবি ছিল তিনি ক্যাচ নিয়েছেন। রিল্পেতে দেখা যায়, বল মাটি ছুঁয়েছে। তা সত্ত্বেও গ্রিনের দাবিকে মান্যতা দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো। তাঁর নামে মুন্ডপাত তো চলছেই, আইসিসিকে ছেড়ে কথা বলছেন না ভারতীয় সমর্থকরা। গিলের আউটের সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মার বিরক্তি টের পাওয়া গিয়েছে মাঠেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) চতুর্থ দিনে ওই বিতর্কিত ক্যাচ নিয়ে গিলের কী প্রতিক্রিয়া? বিস্তারিত রইল Tv9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
চতুর্থ দিনের খেলার শেষে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের ওপেনার। কোনও শব্দ খরচ করেননি তিনি। শুধুমাত্র গ্রিনের ক্যাচ নেওয়ার মুহূর্তের ছবি টুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতেই বোঝা গিয়েছে, অন্যায়ভাবে আউট দেওয়ায় কতটা বিরক্ত তিনি। ইনস্টা স্টোরিতে ছবিটির সঙ্গে হাততালি দেওয়ার ইমোজি দিয়েছেন গিল। ব্যাঙ্গ করে ওই পোস্ট করেছেন তাতে সন্দেহ নেই। টুইটারের ছবিটির সঙ্গে আতসকাচ ও মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন গিল। প্রথম ইনিংসের ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়ার লক্ষ্যে নেমেছিলেন। অন্যায়ভাবে আউট হওয়ার সেই লক্ষ্য পূরণ হল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বড় স্কোর গড়ে দলকে ভরসা দেওয়ার সুযোগ হারান শুভমন।
????♂️ pic.twitter.com/pOnHYfgb6L
— Shubman Gill (@ShubmanGill) June 10, 2023
Instagram story by Shubman Gill. pic.twitter.com/P4hDyzpyS5
— Johns. (@CricCrazyJohns) June 10, 2023
অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। শুভমন গিল ও রোহিত শর্মা বিধ্বংসী মেজাজে ছিলেন। ওভার প্রতি প্রায় ৫ রান করে তুলছিলেন। শুভমন ১৯ বলে ১৮ রানে ব্যাট করছিলেন। ঠিক এমন সময় তাঁকে ফেরানো অস্ট্রেলিয়ার জন্য বিশাল প্রাপ্তি। জয়ের জন্য পঞ্চম দিনে ২৮০ রান তুলতে হবে ভারতকে। লক্ষ্য পূরণে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের দিকে তাকিয়ে আপামর ভারতীয় সমর্থকরা।