Shubman Gill, IPL 2023 : ‘মাইলস্টোনে নজর না দিয়ে গিলের উচিত ছিল রিটায়ার্ড আউট হওয়া’, সাইমন ডুলের মন্তব্যে শোরগোল
Simon Doull on Shubman Gill : রবিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের ওপেনার শুভমন গিল ৫১ বলে ৯৪ রানের নট আউট ইনিংস উপহার দিয়েছেন। প্রাক্তন কিউয়ি ক্রিকেটার, ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে ম্যাচ চলাকালীন গিল ক্লান্ত হয়ে পড়েছিলেন। যা তাঁর খেলায় প্রভাব ফেলেছে।
আমেদাবাদ : আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এ বারও প্রমাণ করছে তারা কেন লিগ শীর্ষে থাকার যোগ্য। রবিবার আমেদাবাদে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে অফের পথে এক পা বাড়িয়ে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল। রবি-বিকেলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হাউসফুল গ্যালারি তো বটেই, একইসঙ্গে ক্রিকেট প্রেমীরা সাক্ষী থেকেছে শুভমন গিলের (Shubman Gill) দুরন্ত ব্যাটিং। ঋদ্ধিমান সাহার মারকাটারি ইনিংসের। বিকেলের ম্যাচ মানেই গরমে খেলতে হয় ক্রিকেটারদের। শুভমন রবিবার মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন গিল। গিলের ইনিংসে ছিল ২টি চার ও ৭টি ছয়। অন্যান্য দিনের তুলনায় তাঁর ব্যাটে কম বাউন্ডারি এসেছিল। সেই দিকটি তুলে ধরেই নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার সাইমন ডুল (Simon Doull) বলেছেন, গিল ক্লান্ত ছিল বলেই এমনটা হয়েছে। মাইলস্টোনে নজর না দিয়ে গিলের দলের কথা ভাবা উচিত ছিল। আর কী কী বললেন সাইমন ডুল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাচ চলাকালীন শুভমনের ক্লান্তি নিয়ে সাইমন ডুল বলেন, ‘শুভমন গিল ক্লান্ত হয়ে পড়েছিল। ও যতটা বাউন্ডারি মারতে পারে, এই ম্যাচে ও ততটা বাউন্ডারি মারতে পারেনি। আর এটা স্বাভাবিক, এটা ঘটতেই পারে। শুনলে এটা বিতর্কিত মনে হতেই পারে। কিন্তু আমি বলব কেউ যদি ৪৫ বলে ৭৫ বা ৮০ করে এবং বিকেলের সময় যখন ৪৫ ডিগ্রি তাপমাত্রা থাকে, তাতে এমনটা হতেই পারে। গিল ক্লান্ত ছিল যখন ওই সময়ে রাহুল তেওয়াটিয়া আসতেই পারত। সেক্ষেত্রে গিল রিটার্য়ার্ড আউট হয়ে বাইরে চলে যেতে পারত।’
সাইমন আরও বলেন, ‘আমি বারবার বলেছি এখনও বলব, এই খেলায় মাইলস্টোন কোনও ব্যাপারই নয়। আমি জানি লোকে তখনও বলবে সেঞ্চুরি মানে তো সেঞ্চুরিই। হ্যাঁ সেঞ্চুরির দাম তখনই থাকে, যখন আপনি জেতেন। ম্যাচ হেরে গেলে সেই সেঞ্চুরির আর দাম থাকে না। আমি মনে করি কেউ যদি ক্লান্ত হয় এবং বাউন্ডারি না মারতে পারে তা হলে সেক্ষেত্রে দলে তাঁর বিকল্প থাকলে তা অবশ্যই কাজে লাগানো উচিত।’
প্রসঙ্গত, গুজরাট বনাম লখনউ ম্যাচের ইনিংসের বিরতিতে শুভমনও গরমের কথা বলেন। তাঁর কথায়, ‘আজ ভীষণ গরম ছিল। তবে আমরা যেভাবে শুরু করেছিলাম তার জন্য ঋদ্ধি (সাহা) ভাইকে ধন্যবাদ। আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। এটা বেশ ভালো উইকেট। তবে শুরুর দিকে কিছুটা কঠিন ছিল। কারণ এটা শুষ্ক উইকেট ছিল এবং যার ফলে অদ্ভূত ভাবে বল থমকে থমকে আসছিল।’ একইসঙ্গে সেঞ্চুরি মিস করার জন্য আক্ষেপও ফুটে ওঠে গিলের মুখে। তবে গুজরাটের হাতে আরও কয়েকটা ম্যাচ থাকায় গিল আশাবাদী, সেই ম্যাচগুলির মধ্যে তিনি সেঞ্চুরি করতে পারেন।