IND vs IRE: পূজারা-উনাদকাটের সঙ্গে খেলা ক্রিকেটার হতে চলেছেন ভারতের হেড কোচ!

Sitanshu Kotak: সিতাংশু কোটাক সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার। অতীতে তিনি চেতেশ্বর পূজারা এবং জয়দেব উনাদকাটের সঙ্গে ক্রিকেট খেলেছেন। এ বার তাঁকেই দেখা যাবে ভারতের কোচের ভূমিকায়।

IND vs IRE: পূজারা-উনাদকাটের সঙ্গে খেলা ক্রিকেটার হতে চলেছেন ভারতের হেড কোচ!
IND vs IRE: পূজারা-উনাদকাটের সঙ্গে খেলা ক্রিকেটার হতে চলেছেন ভারতের হেড কোচ! Image Credit source: Sitanshu Kotak Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 7:38 PM

নয়াদিল্লি: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের পর টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে কিছু দিন বিশ্রাম দেওয়া হবে। কিন্তু চলতি অগস্টেই রয়েছে ভারতের আয়ার্ল্যান্ড সফর (India Tour of Ireland)। এতদিন শোনা যাচ্ছিল, আইরিশদের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য কোচ হিসেবে জসপ্রীত বুমরাদের সঙ্গে যাবেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে এর আগে ভিভিএস লক্ষ্মণ ভারতের সিনিয়র ক্রিকেট টিমের কোচিং করিয়েছেন। ২০২২ সালে ভারত যে আয়ার্ল্যান্ড সফরে গিয়েছিল, সে বার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া, কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। টিম ইন্ডিয়ার এ বারের আয়ার্ল্যান্ড সফরে ক্যাপ্টেনের দায়িত্বে জসপ্রীত বুমরা। আর কোচ? টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাটদের সঙ্গে খেলা সৌরাষ্ট্রের এক ক্রিকেটার ভারতের আসন্ন আয়ার্ল্যান্ড সফরে হতে চলেছেন হেড কোচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ আসন্ন আয়ার্ল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যেতে পারছেন না কারণ, তিনি আগামী তিন সপ্তাহ ব্যস্ত থাকবেন একটি শিবিরে। সূত্রের খবর অনুযায়ী, ‘সিতাংশু কোটাক এবং সাইরাজ বাহুতুলে জসপ্রীত বুমরা এবং ভারতীয় টিমের বাকি সদস্যদের সঙ্গে আয়ার্ল্যান্ড সফরে যাবেন। কারণ, ভিভিএস লক্ষ্মণ ১৬ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর একটি হাই পারফরম্যান্স ক্যাম্পে ব্যস্ত থাকবেন। বিসিসিআইয়ের পক্ষ খেকে সেই শিবিরে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে অভিষেক শর্মা, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রভসিমরন সিং, সাই সুদর্শন, আকাশ শিং, রাজবর্ধন হাঙ্গারগেকর এবং দিব্যাংশ সাক্সেনাদের।’

সিতাংশু কোটাক এনসিএর ব্যাটিং কোচ। তিনি সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার। তিনি ইন্ডিয়া ‘এ’-র প্রধান কোচ এবং এনসিএর ব্যাটিং কোচ। ৫০ বছর বয়সী সিতাংশু কোটাক ১৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৮০৬১ রান করেছেন। ৮৯টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩০৮৩ রান করেছেন এবং ৯টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রান করেছেন। এ ছাড়া তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০টি উইকেট নিয়েছেন। এবং লিস্ট এ-তে তাঁর রয়েছে ৫৪টি উইকেট।

পূজারা-উনাদকাটের সঙ্গেও খেলেছেন সিতাংশু

সিতাংশু শেষ বার ২০১৩ সালে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। তিনি রঞ্জি ট্রফিতে জয়দেব উনাদকাট, চেতেশ্বর পূজারাদের সঙ্গে খেলেছেন। শুধু তাই নয়, তিনি ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে খেলা সৌরাষ্ট্র দলেরও অংশও ছিলেন। যেখানে সচিন তেন্ডুলকরও খেলেছিলেন।