স্মিথ-জাডেজারাই টেস্ট ক্রিকেটের সম্পদ
অস্ট্রেলিয়া- ৩৩৮ ভারত- ৯৬/২ শরদিন্দু মুখোপাধ্যায় ক্রিকেটে এত মুগ্ধতা, অবাক করে দেয় মাঝে মাঝে। কোনও ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার কখন যে রং ছড়াবে, বোঝাই যায় না। এই কারণেই বোধহয় এত মাধুর্য। শুক্রবারের সিডনি আমাকে এইরকম কিছু মুগ্ধতায় আটকে রাখল। সেটাই তুলে ধরার চেষ্টা করছি। স্টিভ স্মিথ প্রথম দুটো টেস্টে রান না পাওয়ার পর […]
অস্ট্রেলিয়া- ৩৩৮
ভারত- ৯৬/২
শরদিন্দু মুখোপাধ্যায়
ক্রিকেটে এত মুগ্ধতা, অবাক করে দেয় মাঝে মাঝে। কোনও ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার কখন যে রং ছড়াবে, বোঝাই যায় না। এই কারণেই বোধহয় এত মাধুর্য। শুক্রবারের সিডনি আমাকে এইরকম কিছু মুগ্ধতায় আটকে রাখল। সেটাই তুলে ধরার চেষ্টা করছি।
স্টিভ স্মিথ
প্রথম দুটো টেস্টে রান না পাওয়ার পর যেকোনও বড় ব্যাটসম্যানকে একটাই প্রশ্নের মুখে পড়তে হয়, ফর্ম কি হারিয়েছে? স্মিথের জন্য অশ্বিন(Ravichandran Aswin) যে মিডল-লেগ স্ট্র্যাটেজি রেখেছিল, সেটা সব দিক থেকে সফল। সিডনিতে স্মিথ (Steve Smith) বোঝাল, টেকনিক্যালি ও কতটা স্ট্রং। ক্রিকেটে বলা হয়, শরীরের বাইরে শর্ট খেললে ভারসাম্য হারাতে হয়। স্মিথের ঠিক এই সমস্যাটাই হচ্ছিল। অশ্বিনের মিডল-লেগ স্টাম্পে পড়া বলগুলো খেলার সময় ওঁর ব্যাট শরীরের বাইরে চলে যাচ্ছিল। সিডনিতে দেখলাম স্মিথ ওই ভুলটা ঠিক করে ফেলেছে। আর তাই ১৩১ রানের চমৎকার ইনিংস।
রবীন্দ্র জাডেজা
মেলবোর্নে জাডেজা (Ravindra Jadeja) অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল। ব্যাট এবং বল-দুটোতেই ও অবদান রেখেছিল। সিডনিতে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারকেও দেখতে পেলাম। বাউন্ডারি লাইন থেকে ও যে কোনও সময় সরাসরি উইকেট ভেঙে দিতে পারে। স্মিথকে যেভাবে রান আউট করল, বিশ্বমানের তো বটেই, ভারতের কাছেও স্বস্তিদায়ক। স্মিথ যা মারমুখী ব্যাটিং করছিল, তাতে বোলারদের আরও চাপ বাড়তে পারত। বোলার জাডেজাকেও নিশ্চিতভাবে ১০-য়ে ৯ দেবই। লাবুসেনের উইকেট, ওয়েডকে ফেরানো, সব মিলিয়ে ৪টে উইকেট নিয়েছে । স্মিথের রান আউটটা ধরলে ৫ উইকেট ওরই দখলে।
.@imjadeja was all praise for @RealShubmanGill after the youngster scored his maiden Test fifty at the SCG. ??#TeamIndia #AUSvIND pic.twitter.com/wTTGu3HwB3
— BCCI (@BCCI) January 8, 2021
শুভমন গিল
শুরু থেকে বলে আসছি, এই ছেলেটার ওপর নজর রাখতেই হবে। ও ভারতের ভবিষ্যৎ। শুরু থেকেই অত্যন্ত সাবলীল ব্যাটিং করছিল। অস্ট্রেলিয়ার মত জায়গায় একটা ওপেনার ৫০টা রান চমৎকার শট দিয়ে সাজাচ্ছে, এটা দেখলেই মন ভাল হয়ে যায়। অস্ট্রেলিয়ার ৩৩৮-য়ের জবাবে শুভমন( Subhman Gill) ভারতকে ভাল শুরুটা দিয়েছিল। রোহিত (২৬) আউট হওয়ার পরও চাপটা সামলে দিয়েছিল।
ভারতের লক্ষ্য
৭৫-১০০ রানের লিড যদি ভারত নিতে পারে, সিডনি টেস্টেও অ্যাডভান্টেজে থাকবে রাহানের টিম। মেলবোর্নে যেভাবে ভারত যেভাবে অস্ট্রেলিয়াকে উড়িয়েছে, তাতে চাপটা এখন স্মিথদের ঘাড়েই। প্রথম ইনিংসে ভারত যদি বড় রান তুলে দিতে পারে, তাতে আর যাই হোক না কেন অস্ট্রেলিয়াকে পাল্টা বড় রান করতে হবে। স্মিথ রানে ফিরেছে ঘটনা। ওয়ার্নার আছে। লাবুসেন রান পেয়েছে। তবু বলব, ভারতীয় বোলারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এখনও সার্বিক সাফল্যের রাস্তা খুঁজে পায়নি। এটাই বুমরা-অশ্বিনদের জয়। আমার তো মনে হয় , এই টেস্টে আরও অনেক নাটকীয় মোড় অপেক্ষা করছে।