মনে হচ্ছে আমিই সব খেয়ে নেব : ধোনি

ব্যবসার ২২ গজে তিনি কি ছক্কা হাঁকাতে পারবেন? ব্যবসা নিয়ে মাহি এবার নিজেই চিন্তায় পড়ে গেছেন।

মনে হচ্ছে আমিই সব খেয়ে নেব : ধোনি
ফার্মে চাষ হওয়া স্ট্রবেরি তুলে খাচ্ছেন মাহি।
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 6:22 PM

রাঁচি: নিজের ফার্ম হাউসের প্রতি বরাবরের টান মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। ১০ একর জমিতে তৈরি হওয়া রাঁচির ফার্ম হাউসে অর্গানিক চাষ করেছেন অনেক দিন। যা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ কম নেই। ঝাড়খণ্ডের এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে ধোনির ফার্মে তৈরি হওয়া অর্গানিক পণ্য আরব দেশে রফতানি শুরু হবে খুব দ্রুত।

আরও পড়ুন: জিভার ‘বাহা মেন’ প্রেম

তার আগে ধোনি ধরা দিয়েছেন অন্য মুডে। এক ভিডিওতে দেখা যাচ্ছে, ফার্মে চাষ হওয়া স্ট্রবেরি তুলে খাচ্ছেন। নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ধোনি লিখেছেন, “আমি যদি এ ভাবে ফার্মে আসতে থাকি, তাহলে মার্কেটে যাওয়ার জন্য একটাও স্ট্রবেরি থাকবে না।”

View this post on Instagram

A post shared by M S Dhoni (@mahi7781)

আরও পড়ুন: ব্যবসার ২২ গজে এবার ধোনি ?

মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালের অগস্টে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপর থেকে ব্যবসাতেই মন। কিছুদিন আগেই নিজের ফার্ম হাউসের জন্য ২ হাজার কড়কনাথ মুরগির অর্ডার দিয়েছিলেন। এই ধোনিও ভক্তদের কাছে কম জনপ্রিয় নন। বরং ব্যবসা নিয়ে এমএসডি-র উদ্যোগ দেখে উৎসাহও দিয়েছেন তাঁরা। যত দিন যাচ্ছে ধোনি যেন আরও বেশি করে অর্গানিক চাষে মন দিচ্ছেন!