Sourav Ganguly: গুঞ্জন থামিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, গম্ভীর ভারতের কোচ হলে…
Gautam Gambhir: গত কয়েকদিন ধরে আলোচনায় গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন বানানোর পর থেকে সকলেই বলছিলেন ভারতীয় টিমে এ বার শুরু হবে গম্ভীর যুগ। আসলে আসন্ন টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের ভারতের হেড কোচের মেয়াদ শেষ হচ্ছে। তিনি যেহেতু আর তাঁর চুক্তি বাড়াতে ইচ্ছুক নন, তাই নতুন কোচ নিযুক্ত করবে হবে বোর্ডকে।
কলকাতা: ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত কয়েকদিন ধরে আলোচনায় গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন বানানোর পর থেকে সকলেই বলছিলেন ভারতীয় টিমে এ বার শুরু হবে গম্ভীর যুগ। আসলে আসন্ন টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের ভারতের হেড কোচের মেয়াদ শেষ হচ্ছে। তিনি যেহেতু আর তাঁর চুক্তি বাড়াতে ইচ্ছুক নন, তাই নতুন কোচ নিযুক্ত করবে হবে বোর্ডকে। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের আসনে এ বার বসবেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। এ বার দেশের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানালেন, যদি গৌতম গম্ভীর সত্যিই ভারতীয় টিমের দায়িত্ব নেন, তা হলে তিনি ভালো কোচ হবেন। অবশ্য কয়েকদিন আগে সৌরভ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ভেবেচিন্তে কোচ বাছাই করা উচিত। যদিও তিনি কারও নাম করে ওই বার্তা লেখেননি। কিন্তু সেই সময় বিরাট গুঞ্জন শুরু হয়েছিল।
অনেকেই মনে করেছিলেন ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরকে হয়তো দেখতে চাইছেন না মহারাজ। এ বার অবশ্য সেই গুঞ্জনে জল ঢাললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ে এক অনুষ্ঠানে সৌরভ এ বার বললেন, ‘আমি ভারতীয় কোচের পক্ষে। যদি ও আবেদন করে থাকে, তা হলে বলব গম্ভীর ভালো কোচ হবে।’
এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছিলেন, ‘একজনের জীবনে কোচের ভূমিকা বিরাট তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রমই মাঠে এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান ভেবেচিন্তে বেছে নেওয়া দরকার।’ সৌরভের এই X বার্তা দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো গৌতমের জায়গায় অন্য কাউকে দেখতে চাইছেন। এ বার অবশ্য বিষয়টা পরিষ্কার করে দিলেন মহারাজ।
ক’দিন বিভ্রান্তি ছড়িয়েছিল। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো গম্ভীরপন্থী নন। এ বার পুরো ব্যাপারটা খোলসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ জানিয়ে দিলেন, প্রাক্তন ক্রিকেটার ভারতীয় কোচেরই পক্ষে। রাহুল দ্রাবিড়কে কোচ করেছিলেন একসময়। সেই ভাবনা থেকেই সৌরভ বলেছেন, গম্ভীর দায়িত্ব পেলে ভালো কোচ হতে পারেন।
কেকেআরকে এর আগে ২ বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর। ১০ বছর পর আবার গৌতম নাইট শিবিরে ফেরার পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তাঁর এই সাফল্য তাঁকে ভারতীয় কোচের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে রেখেছে। ইতিমধ্যেই ইন্ডিয়া টু-ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাহুল দ্রাবিড়ের জায়গা নিতে চলেছেন গৌতম গম্ভীর। এখন অপেক্ষা শুধু সরকারি ঘোষণার। ২৭ মে অবধি বোর্ড হেড কোচ হওয়ার পদে আবেদনের শেষ তারিখ রেখেছিল। ২৬ মে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেদিন বোর্ড সেক্রেটারি জয় শাহ-র সঙ্গে কথা বলতেও দেখা যায় গৌতম গম্ভীরকে। তারপর অনেকেই বলাবলি করছিলেন, ওই সময় হয়তো গৌতমকে ভারতীয় কোচ হওয়ার বিষয়ে বলেছেন জয় শাহ।