Bengal Cricket: মুস্তাক আলিতে বাংলার নেতা সুদীপ
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে কঠিন গ্রুপে আছে বাংলা। মুম্বই, সার্ভিসেস, কর্ণাটক, ছত্তিশগড়, বরোদার মতো দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে বাংলাকে। মুস্তাক আলি দিয়েই শুরু হচ্ছে এ বারের বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট।
কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (Mustaq Ali T20) সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee) কাঁধে নেতৃত্বের ভার দিল সিএবি (CAB)। সরিয়ে দেওয়া হল অনুষ্টুপ মজুমদারকে (Anustup Majumder)। এমনকি ২০ জনের দলেও জায়গা পেলেন না বাংলার (Bengal Cricket Team) গত বছরের অধিনায়ক। অথচ সেই অনুষ্টুপের কাঁধে ভর করেই ২ বছর আগে রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে কঠিন গ্রুপে আছে বাংলা। মুম্বই, সার্ভিসেস, কর্ণাটক, ছত্তিশগড়, বরোদার মতো দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে বাংলাকে। মুস্তাক আলি দিয়েই শুরু হচ্ছে এ বারের বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট। ২৭ তারিখ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে বাংলা ক্রিকেট দল। কয়েক দিন আগেই সিএবি একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজিত করেছিল। স্থানীয় সেই টুর্নামেন্টে প্রায় প্রতি ম্যাচেই ব্যাটে রান পেয়েছিলেন সুদীপ। সেই পারফরম্যান্সে ভরসা করেই বাঁ-হাতি ব্যাটারকে নেতার দায়িত্ব দিল বঙ্গ ক্রিকেট।
বাংলার হয়ে দুটো একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া স্থানীয় ক্রিকেটে মোহনবাগানের হয়েও ক্যাপ্টেন্সি করেছেন সুদীপ। বঙ্গ ক্রিকেটে প্রথম বার কোনও টুর্নামেন্টে নেতৃত্বের চ্যালেঞ্জ এলেও তা নিতে তৈরি বাঁ-হাতি ব্যাটার। লাল বলের স্পেশালিস্ট ক্রিকেটার হলেও সম্প্রতি সাদা বলের ক্রিকেটে রান পেয়েছেন সুদীপ। তাই তাঁকে সামনে রেখেই এগোতে চাইছে বঙ্গ ক্রিকেট।
অবাক করার মতো কাণ্ড, অভিজ্ঞ অনুষ্টুপকে ২০ জনের দল থেকেই বাদ দেওয়া হল। ছুটি কাটিয়ে বুধবার শহরে ফিরবেন ঋদ্ধিমান সাহা। এরপর তিনিও দলের সঙ্গে যোগ দিয়ে গুয়াহাটি রওনা দেবেন। ২০ জনের দলে আছেন শাহবাজ আহমেদও। কিন্তু তাঁকে আপাতত ভারতীয় দলের নেট বোলার হিসেবে রেখে দেওয়া হয়েছে। সিএবির স্থানীয় টুর্নামেন্টে নজর কেড়েছিলেন উইকেটকিপার শাকির গান্ধী। তাঁকে রাখা হয়েছে ২০ জনের দলে।
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপে পা রেখেই চার বলে ৪ উইকেট ক্যাম্ফারের