T20 World Cup 2021 New Zealand vs Australia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)।
দুবাই: আজ, রবিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল (Final) ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। দুই দলই এখনও পর্যন্ত এক বারও আইসিসি (ICC) টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়নি। একুশের কুড়ি-বিশের বিশ্বকাপে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে এসে পৌঁছেছে। এ বার শুধু নজর টুর্নামেন্টের শেষ ম্যাচে। হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া (New Zealand vs Australia)। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৯ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫ বার। তবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে এক বার সাক্ষাৎ হয়েছে কিউয়ি-অজিদের। সেই ম্যাচে জয় এসেছিল নিউজিল্যান্ডের ঝুলিতে। তবে এ বারের টুর্নামেন্টে খাতায় কলমে দুই দলই ভালোই পারফর্ম করেছে। ফলে আজ দুবাইতে রবিরাতের মহারণে কারা তুলে নেবে কাপ সেদিকেই নজর রাখতে হবে।
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচটি আজ রবিবার (১৪ নভেম্বর) হবে।
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোথায় হবে?
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন কীভাবে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া
আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন কোন পথে ফাইনালে নিউজিল্যান্ড
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপ ফাইনালে না খেলতে পারলেও দলকে তাতাচ্ছেন ডেভন কনওয়ে