IND vs SA Final ভিডিয়ো: প্র্যাক্টিস বাতিলেও পিচ দেখতে ছুটলেন রোহিত-দ্রাবিড়; চাহালের পোস্টে কীসের ইঙ্গিত?

ICC MEN’S T20 WC 2024: গত ওয়ান ডে বিশ্বকাপে পিচ নিয়ে বিতর্ক তৈরি করেছিল ব্রিটিশ মিডিয়া। এ বারও এমন বিতর্কের আঁচ। ভারতকে নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ারও নানা অভিযোগ উঠেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও ভাইরাল হয়েছে, প্রোটিয়া ক্রিকেটার পিচের ছবি তুলে রাখছেন! মাঠের বাইরেও এমন নানা বাধা নিয়েই ফাইনালে নামছে ভারত।

IND vs SA Final ভিডিয়ো: প্র্যাক্টিস বাতিলেও পিচ দেখতে ছুটলেন রোহিত-দ্রাবিড়; চাহালের পোস্টে কীসের ইঙ্গিত?
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 2:15 PM

অল্প সময়ের ব্যবধানে ম্যাচ। তার উপর বৃষ্টিতে সেমিফাইনালে অনেকটা সময় নষ্ট হয়েছে। সে কারণে নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে গায়ানা থেকে বার্বাডোজে ফাইনাল খেলতে পৌঁছেছে ভারতীয় দল। মাঝে সময় খুবই কম। প্লেয়াররা যাতে আরও ক্লান্ত না হয়ে পড়েন, সে কারণেই প্র্যাক্টিস বাতিল করা হয়। কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা অবশ্য পৌঁছে গিয়েছিলেন পিচ দেখতে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে একাদশ অপরিবর্তিত রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সুপার এইটে একটি মাত্র পরিবর্তন করা হয়। সেই একাদশই ধরে রাখা হয়েছিল সেমিফাইনালেও। ট্রফির ম্যাচে কি কোনও পরিবর্তন হচ্ছে? পিচ দেখে কী ভাবছেন রোহিত-রাহুলরা! এটাই যেন প্রশ্ন। চাহালের পোস্টে একটা ইঙ্গিত অবশ্য ঘুরছে।

গত ওয়ান ডে বিশ্বকাপে পিচ নিয়ে বিতর্ক তৈরি করেছিল ব্রিটিশ মিডিয়া। এ বারও এমন বিতর্কের আঁচ। ভারতকে নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ারও নানা অভিযোগ উঠেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও ভাইরাল হয়েছে, প্রোটিয়া ক্রিকেটার পিচের ছবি তুলে রাখছেন! মাঠের বাইরেও এমন নানা বাধা নিয়েই ফাইনালে নামছে ভারত।

সুপার এইট পর্বে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করেছেন কুলদীপ যাদব। ধারাবাহিকতা বজায় রেখেছেন সেমিফাইনালেও। তেমনই দুর্দান্ত পারফর্ম করেছেন অক্ষর প্যাটেল। স্পিনারদের মধ্যে এই বিশ্বকাপে হতাশ করেছেন একমাত্র রবীন্দ্র জাডেজা। ব্যাটিংয়ে কিছুটা পুষিয়ে দিয়েছেন। ফাইনালের আগে রোহিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল। যেখানে ক্যাপশন, লিডার। এটা কি শুধুই একটি পোস্ট? নাকি কোনও ইঙ্গিত!

প্রোটিয়া ব্যাটারদের মধ্যে হেনরিখ ক্লাসেন ছাড়া স্পিনের বিরুদ্ধে বিধ্বংসী হয়ে উঠতে পারেন এমন ব্যাটার খুঁজতে হবে। সেমিফাইনালে স্পিনারদের অনবদ্য পারফরম্যান্সের পর টিম ম্যানেজমেন্টের ভাবনায় চার স্পিনার। সেমিফাইনালের আগেও চার স্পিনারের ইঙ্গিত দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শেষ অবধি অবশ্য কম্বিনেশন ভাঙা হয়নি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচটাও মাথায় রাখতে হচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮৩ রানেই অলআউট করেছিল ভারত। জাডেজা ৫ উইকেট নিয়েছিলেন, কুলদীপ দুটি। সে কথা মাথায় রেখে শিবম দুবের জায়গায় চাহাল? ক্যাপ্টেনের থেকে কোনও ইঙ্গিত পেয়েই কি এমন পোস্ট? এই প্রশ্নও কিন্তু ঘুরছে।