WTC Final 2023 : শুভমনের পাশাপাশি বিরাট-রোহিতদেরও কড়া শাস্তি দিল আইসিসি

IND vs AUS, WTC Final 2023 : ভারতীয় ওপেনারের পাশাপাশি আইসিসি টিম ইন্ডিয়ার সকল ক্রিকেটারদেরও জরিমানা করেছে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরে খালি হাতে দেশে ফিরতে হচ্ছিল ভারতকে। তার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পকেট থেকে খসল অনেকটাই টাকা।

WTC Final 2023 : শুভমনের পাশাপাশি বিরাট-রোহিতদেরও কড়া শাস্তি দিল আইসিসি
WTC Final 2023 : শুভমনের পাশাপাশি বিরাট-রোহিতদেরও কড়া শাস্তি দিল আইসিসি Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 3:36 PM

লন্ডন : একেই বলে গোদের উপর বিষফোঁড়া! একে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) জিততে পারেনি ভারত, তার উপর এ বার আইসিসির (ICC) শাস্তির মুখে পড়লেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই নিয়ে পর পর দু’বার বিশ্ব টেস্ট ফাইনালে হেরে গেল টিম ইন্ডিয়া। প্রথম বার কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বিরাট কোহলির ভারত। এ বার প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হারল রোহিত শর্মার ভারত। WTC ফাইনালে হারের ক্ষত এখন টাটকা। তার মাঝে আইসিসি কড়া শাস্তি দিয়েছে ভারতের তরুণ ব্যাটার শুভমন গিলকে (Shubman Gill)। আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’ এর ২.৭ ধারা ভাঙার ফলে গিলের শাস্তি হয়েছে। তাঁকে ১১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। অন্যদিকে ভারতীয় ওপেনারের পাশাপাশি আইসিসি টিম ইন্ডিয়ার সকল ক্রিকেটারদেরও জরিমানা করেছে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরে খালি হাতে দেশে ফিরতে হচ্ছিল ভারতকে। তার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পকেট থেকে খসল অনেকটাই টাকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কী শাস্তি হয়েছে ভারতের?

আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, WTC ফাইনালে বল করার নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার কম বল করেছে ভারত। তাই আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’ এর ২.২২ ধারায় শাস্তি দেওয়া হচ্ছে ভারতীয় দলকে। প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি এর ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। রোহিত-বিরাটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্লো ওভার রেটের জন্য শুধু যে ভারত শাস্তি পেয়েছে তেমনটা নয়। এ বারের বিশ্ব টেস্ট ফাইনালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে। অজিদের ৮০ শতাংশ ম্যাচ ফি কাটা যাচ্ছে। কামিন্সরা বল করার সময় নির্ধারিত সময়ে ৪ ওভার কম করেছেন। তার ফলে প্রতি ওভারে ২০ শতাংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি এর ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।