Shreyas Iyer: নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন কেকেআর অধিনায়ক

IND vs NZ: আগামী কাল, বুধবার ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের ৩ ম্যাচের ওডিআই সিরিজ। তার আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।

Shreyas Iyer: নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন কেকেআর অধিনায়ক
Shreyas Iyer: নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন কেকেআর অধিনায়ক Image Credit source: BCCI Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2023 | 7:09 PM

হায়দরাবাদ: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওডিআই (ODI) সিরিজ শুরু হওয়ার আগে বড়সড় ধাক্কা খেল রোহিত শর্মার ভারত (India)। পিঠের চোটের কারণ, আগামী কাল, ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে দিয়ে শ্রেয়সের চোটের কথা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর পরিবর্ত হিসেবে কিউয়িদের বিরুদ্ধে কোন ক্রিকেটারকে নেওয়া হয়েছে, সে কথাও জানিয়েছে রজার বিনির বোর্ড। কেকেআরের অধিনায়কের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য কে এলেন ভারতীয় দলে? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, “পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। পরবর্তী চিকিৎসার জন্য তিনি এখান থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাবেন। সর্ব ভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি শ্রেয়স আইয়ারের পরিবর্তে রজত পাতিদারকে দলে নেওয়ার জন্য বেছে নিয়েছে।”

উল্লেখ্য, মধ্য প্রদেশের তারকা ব্যাটার রজত পাতিদার দারুণ ছন্দে রয়েছেন। গত বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রজত আইপিএলের প্রথম শতরান করেছিলেন। ৫১টি লিস্ট-এ এর ম্যাচ রজতের স্ট্রাইক রেট ৯৭.৪৫। ৫০টি প্রথম শ্রেণির ম্যাচে রজত করেছেন ৩৬৬৮ রান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ছন্দেই ছিলেন শ্রেয়স। যদিও তিনি খুব বড় রানের ইনিংস খেলেননি। তাও তাঁকে তিনটি ওডিআই ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছিল। যে কারণে সুযোগ পাচ্ছিলেন না ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। শ্রেয়স চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায়, কিউয়িদের বিরুদ্ধে সূর্যকুমারের খেলার সম্ভাবনা বেড়ে গেল।

কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যক্তিগত কারণে নেই লোকেশ রাহুল। বলিউড সুপারস্টার আথিয়া শেট্টির সঙ্গে সাতপাঁকে বাধা পড়তে চলেছেন কেএল রাহুল। যে কারণে, কনওয়েদের বিরুদ্ধে তাঁকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের অনুপস্থিতির পাশাপাশি, শ্রেয়স আইয়ারের চোটে ছিটকে যাওয়ায়, ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভবনা সত্যিকার অর্থেই বেড়ে গেল। এ বার দেখার শ্রেয়সের জায়গায় ভারতের একাদশে সুযোগ পান কে।