বাভুমাকে নেতা করে ঐতিহাসিক মোড় প্রোটিয়া ক্রিকেটে
২০২৩ ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখেই বাভুমার কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ফরম্যাট, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করবেন বাভুমা। টেস্টে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম।
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লেন তেম্বা বাভুমা। প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে কোনও কৃষ্ণাঙ্গ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের নেতা হননি। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখেই বাভুমার কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ফরম্যাট, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করবেন বাভুমা। টেস্টে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম।
আরও পড়ুন: অস্ত্রোপচারের পর ভালো আছেন বিষেণ সিং বেদী
বিশ্বকাপের আগে বরাবরই প্রথা ভেঙে নতুন মুখকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। হ্যান্সি ক্রোনিয়ে, গ্রেম স্মিথ, ডুপ্লেসি, কুইন্টন ডি’ককরাও একই ভাবে বিশ্বকাপের ঠিক আগে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন। এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ। তাই বিশ্বকাপকে মাথায় রেখেই তরুণ ক্রিকেটারের কাঁধে তুলে দেওয়া হল নেতৃত্বের ভার।
? BREAKING NEWS
?? Top order batsmen Dean Elgar (Test) and Temba Bavuma (Limited Overs) will lead the #Proteas on the field#SeeUsOnThePitch pic.twitter.com/gHMlINTZEw
— Cricket South Africa (@OfficialCSA) March 4, 2021
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হয় তেম্বা বাভুমার। তবে ২০১৯ সাল থেকে সাদা বলের ক্রিকেটে নিজের জাত চেনাতে থাকেন তিনি। দেশের হয়ে মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলেছেন। ৬টি ম্যাচে বাভুমার ব্যাটিং গড় ৫৫.৮৩। তার মধ্যে রয়েছে একটি শতরান ও একটি অর্ধশতরান। ৮টি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং গড় ৩৫.৫৭।
এক যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকলেন বাভুমা। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত ৩০ বছরের এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় সাদা চামড়া আর কালো চামড়ার মানুষের মধ্যে ভেদাভেদ প্রভাব পড়েছিল ক্রিকেটেও। বর্ণবিদ্বেষী মনোভাবের জন্য অনেক দিন ক্রিকেট থেকে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকা।