Delhi Capitals, IPL 2023: দিল্লি শিবিরে চোরের দৌরাত্ম্য, উধাও ওয়ার্নার-মার্শদের লাখো টাকার ব্যাট!

Theft in Delhi Capitals Team: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি গিয়েছে।

Delhi Capitals, IPL 2023: দিল্লি শিবিরে চোরের দৌরাত্ম্য, উধাও ওয়ার্নার-মার্শদের লাখো টাকার ব্যাট!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 6:36 PM

নয়াদিল্লি: ২০২৩ আইপিএল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) টিমের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। লাগাতার পাঁচ ম্যাচে হেরে ধুঁকছে দলটি। ডেভিড ওয়ার্নারের টিমের আত্মবিশ্বাস তলানিতে। দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। তারই মধ্যে বড়সড় সমস্যা। দিল্লি ক্যাপিটালস শিবির থেকে ক্রিকেটারদের সরঞ্জাম চুরি গেল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি গিয়েছে (IPL 2023)। ক্রিকেটাররা যে কিট ব্যাগে ব্যাট-প্যাড সহ ক্রিকেটের সরঞ্জাম রাখেন সেখান থেকে সব গায়েব! চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় ১৬ লাখ টাকা!  আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পর ক্রিকেটারা চুরির বিষয়ে জানতে পারেন। ব্যাগপত্র রুমে পৌঁছনোর পর ওয়ার্নার, মার্শরা টের পান যে কিট ব্যাগে থাকা ব্যাট, প্যাড চুরি গিয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই রিপোর্ট অনুযায়ী, চুরি যাওয়া ব্যাটগুলির মধ্যে তিনটি ডেভিড ওয়ার্নারের, তিনটি ফিল সল্টের, দুটি মিচেল মার্শের এবং পাঁচটি যশ ধুলের। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের গ্লাভস, জুতো-সহ অন্যান্য সরঞ্জাম চুরি গিয়েছে। বিদেশি ক্রিকেটারদের খোয়া যাওয়া একেকটি ব্যাটের মূল্য লাখ টাকার মতো। এই চুরির ঘটনায় বিপর্যস্ত দিল্লি ক্যাপিটালস শিবির। যদিও মঙ্গলবার দলের সদস্যরা অনুশীলনে নেমেছিলেন। জানা গিয়েছে, ক্রিকেটাররা এই ঘটনার পর ব্যাট তৈরি সংস্থার সঙ্গে কথা বলেছেন। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগে সংস্থার তরফে কিছু ব্যাট পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেছেন ওয়ার্নাররা।

দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের তরফে ঘটনার অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, সবারই কিছু না কিছু জিনিস চুরি গিয়েছে এটা জেনে ক্রিকেটাররা চমকে গিয়েছিলেন। কারণ এর আগে কোনওদিন এমন ঘটনা ঘটেনি। প্রথমে লজিস্টিকস ডিপার্টমেন্ট, এরপর পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি। তদন্ত শুরু হয়েছে।