T20 World Cup 2022: পাকিস্তান ম্যাচে ভারতের তিন পেসার কারা? বেছে নিলেন টম মুডি
Mohammed Shami: ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে শংসাপত্র আগেই দিয়েছেন মুডি। তাহলে কি ভারতের বোলিং দুর্বল? সামির অন্তর্ভূক্তি কতটা প্রভাব ফেলবে? ভারতীয় বোলিং কম্বিনেশন নিয়ে মুডি বলছেন...
নয়াদিল্লি : বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ। চারটি দল সুপার ১২ নিশ্চিত করেছে। শনিবার শুরু সুপার ১২ পর্ব। বিশ্বকাপের আসল আকর্ষণ রবিবার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হয়েছিল এই মাঠে। সরকারি হিসেবে দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৮৬,১৭৪। রবিবার মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচে এই সংখ্যা ছাপিয়ে যাওয়া নিশ্চিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত (Team India)। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পাকিস্তানের কাছে হার। এ বারও দু-দলের প্রথম ম্যাচই মহারণ। একাদশ কী হবে, তা নিয়ে জোর আলোচনা। ভারতের টিম কম্বিনেশন নিয়েও আলোচনার শেষ নেই। ভারতের বোলিং আক্রমণে তিন পেসার কারা হতে পারেন? বেছে নিলেন প্রাক্তন অজি ক্রিকেটার টম মুডি (Tom Moody)। তাঁর এই সাক্ষাৎকার পাঠানো হয়েছে TV9Bangla-কেও।
আইপিএলে কোচিং করানোর সুবাদে ভারতীয় পেসারদের সম্পর্কে পরিষ্কার ধারনা রয়েছে মুডির। টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘খুবই আকর্ষণীয় একটা ম্যাচ হতে চলেছে। আমার কাছে, ভারত ব্যাটিংয়ের দিক থেকে শক্তিশালী এবং পাকিস্তান বোলিংয়ের দিকে। শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে ভারত কেমন ব্যাট করে সেটাই আমার নজরে থাকবে। ভারতীয় ব্যাটিং লাইন আপ ভালো পারফর্ম করতে পারলে, ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে ভারতের কাছে। বিশেষত পাওয়ার প্লে-তে ভালো করতে হবে ভারতীয় ব্যাটিংকে। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। আমি বলছি না রক্ষণশীল ব্যাটিং করতে, তবে সতর্ক থাকতে হবে।’
ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে শংসাপত্র আগেই দিয়েছেন মুডি। তাহলে কি ভারতের বোলিং দুর্বল? সামির অন্তর্ভূক্তি কতটা প্রভাব ফেলবে? ভারতীয় বোলিং কম্বিনেশন নিয়ে মুডি বলছেন, ‘আমি এই ম্যাচে মহম্মদ সামিকে এগিয়ে রাখছি। ওর অভিজ্ঞতার জন্যই। ভুবনেশ্বর, অর্শদীপ অবশ্যই থাকবে। তবে এটা বড় টুর্নামেন্ট। বড় প্লেয়ারদের পাশে থাকা প্রয়োজন। সামি তেমনই বড় ম্যাচের প্লেয়ার। ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সামি বহুদিন আন্তর্জাতিক টি২০ খেলেনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচে একটা ওভারেই বুঝিয়ে দিয়েছে, এতদিন বাইরে থাকলেও শারীরীক ও মানসিক ভাবে একেবারেই পিছিয়ে নেই।’