Prithvi Shaw: সরফরাজকে দেখে শিখুক… আইপিএলে টিম না পেতেই ভক্তদের ট্রোলের শিকার পৃথ্বী শ
পৃথ্বীর আইপিএল নিলামে টিম না পাওয়ায় বিস্মিত নন তাঁর এক সময়ের ভক্তরা। উল্টে তাঁদেরই অনেকে পৃথ্বীকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও করে যাচ্ছেন। যা কার্যত ভেঙেচুরে দিয়েছে পৃথ্বীকে।
কলকাতা: এক সময় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ধরা হত তাঁকে। শুরুটাও করেছিলেন চমৎকার। ঘরোয়া ক্রিকেটে ঝুরিঝুরি সেঞ্চুরি করে ঢুকে পড়েছিলেন ভারতীয় টিমে। আইপিএলেও ওপানার হিসেবে ঘুম কেড়ে নিয়েছিলেন অনেকের। সেই পৃথ্বী শ (Prithvi Shaw) এ বার আর টিম পাননি। গত দুটো মরসুম কেরিয়ার গ্রাফ ক্রমশ পড়েছে পৃথ্বীর। ভারতীয় দল থেকেও ছিটকে গিয়েছেন। রঞ্জিতেও ধারাবাহিক নন। এই পৃথ্বী নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি, এমনই বলেন অনেকে। মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন বারবার। পৃথ্বীর আইপিএল নিলামে টিম না পাওয়ায় বিস্মিত নন তাঁর এক সময়ের ভক্তরা। উল্টে তাঁদেরই অনেকে পৃথ্বীকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও করে যাচ্ছেন। যা কার্যত ভেঙেচুরে দিয়েছে পৃথ্বীকে।
পৃথ্বীর সঙ্গে কি বিনোদ কাম্বলির মিল রয়েছে? অসম্ভব প্রতিভাবান। কিন্তু সুবিচার করতে পারেননি। পর পর ডাবল সেঞ্চুরি করা কাম্বলি একসময় হারিয়েও গিয়েছিলেন ভারতীয় টিম থেকে। পৃথ্বীর হালও কি তাই হচ্ছে? মুম্বইয়ের ব্যাটার কিন্তু তাঁকে ট্রোল করা মেনে নিতে পারছেন না। এক ভিডিয়োতে অভিযোগ করেছেন, ‘কেউ যখন আমাকে ফলো করে, সে আমাকে ট্রোল করে কি করে? তার মানে তারা আমাকে লুকিয়ে লুকিয়ে নজরে রাখে। ট্রোলিং ভালো নয়, আবার এটা পুরোপুরিও খারাপ নয়। সবাই ট্রোলড হয়। কিন্তু যে মজাগুলো আমাকে নিয়ে করা হচ্ছে, সেগুলো কখনও সখনও আমাকে ভীষণ কষ্ট দেয়।’
এই খবরটিও পড়ুন
একই সঙ্গে পৃথ্বী বলেছেন, ‘যখন আমাকে বাইরে দেখা যায়, লোকে বলে আমি প্র্যাক্টিস করছি না। কিন্তু আমি নিজের কথা তো ভাববই। ওটা আমার জন্মদিন ছিল। নিজের জন্মদিন সেলিব্রেট করব না? আমি বুঝতেই পারছি না, কী ভুল করেছি। আমি ভুল করলে একটা কথা ছিল। যখন ভুল করিনি, তখন কেন ইতিবাচক ভাবে দেখা হবে না সেটা?’
#PrithviShaw Sad Man To See uR Downfall Really Sad Man 😢😔 #PrithviShaw #ipl2025auction @mipaltan @RCBTweets pic.twitter.com/tuHczWEEgG
— CHANDU (@GREATCHANDU1) November 25, 2024
দিল্লির কোচিং স্টাফের অংশ, ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলে দিয়েছেন, ‘দিল্লি কিন্তু পৃথ্বীকে প্রচুর সাহায্য করেছে। ও পাওয়ার-প্লেতে পারফর্ম করবে, সেই প্রত্যাশাই বরাবর রেখেছে। পৃথ্বী প্রচুর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। টিমগুলো এখন সামনে তাকাতে চাইছে। এটা ওর জন্য খুব খারাপ দিক যে, ৭৫ লাখে কোনও টিমই ওকে নিতে চাইল না। আমার তো মনে হয়, ওর শূন্য থেকে শুরু করা উচিত। সরফরাজ খানকে দেখে শিখুক। প্রচুর রান করে ভারতীয় টিমে ঢুকে পড়েছে।’