Abishek Porel: স্ট্রাইকরেট ১৮০, মুস্তাক আলিতে বাংলাকে জেতালেন অভিষেক, মহারাজের DC-তে তিন নম্বর পাকা?
Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাকে বাংলাকে জেতালেন অভিষেক পোড়েল। সদ্য যেহেতু আইপিএলের মেগা নিলাম শেষ হয়েছে, তাই এই পরিস্থিতিতে আলোচনা হচ্ছে, সৌরভের দিল্লিতে কি তা হলে তিন নম্বর জায়গা পাকা হল অভিষেকের?
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সি-তে টস জিতে মিজোরামের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৫৭ রান তোলে মিজোরা। রঞ্জিতে অনবদ্য পারফর্ম করা অগ্নি চোপড়ার ব্যাট বাংলার বিরুদ্ধে জ্বলেনি। তিনি ১৩ বলে ১৩ করেন। চারে নামা মোহিত জাঙ্গরা ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। এরপর ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল অনবদ্য পারফর্ম করেন। তাঁদের ওপেনিং জুটিতে ওঠে ১৩১ রান। ২৭ বলে হাফসেঞ্চুরি করেন অভিষেক। মিজো ক্যাপ্টেন চিরাপ্পা তোলেন অভিষেকের উইকেট। তাঁর ৮১ রানের ইনিংসের পথে আসে ৯টি চার ও ৪টি ছয়। ২৭ বল বাকি থাকতে এই ম্যাচ ৮ উইকেটে জিতেছে বাংলা।
এ বার যদি ফেরা যায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের একাদশে, তা হলে প্রশ্ন সেখানে কি অভিষেক পোড়েল সুযোগ পাবেন? মেগা নিলামে লোকেশ রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে কিনেছে দিল্লি। ফলে তাঁদের দু’জনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। আর ধারাবাহিকতা দেখাতে পারলে তিনে জায়গা পেতে পারেন অভিষেক পোড়েল। এ বার দেখার মহারাজের মন অভিষেক জিততে পারবেন কিনা।