MS DHONI: ধোনির টুইটার অ্যাকাউন্ট নিয়ে ধুন্ধুমার কান্ড

MS Dhoni: এ কী কান্ড ঘটাল টুইটার! নেটিজ়েনদের চোখ উঠেছে কপালের ওপর।

MS DHONI: ধোনির টুইটার অ্যাকাউন্ট নিয়ে ধুন্ধুমার কান্ড
MS DHONI: ধোনির টুইটার অ্যাকাউন্ট নিয়ে ধুন্ধুমার কান্ড
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 5:43 PM

নয়াদিল্লি: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টুইটার (Twitter) অ্যাকাউন্ট নিয়ে ব্যাপক বিতর্ক শুক্রবার বিকেলে। ঘণ্টাখানেকের জন্য হঠাৎই মাহির ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ব্লু টিক উঠে গিয়েছিল। যা নিয়ে তীব্র শোরগোল পড়ে যায়। এই ঘটনা নিয়ে টুইটারে হইচই শুরু হতেই ধোনির টুইটার অ্যাকাউন্টের ব্লু টিক আবার ফিরে এসেছে।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় নানারকম ‘গ্লিচ’ দেখা যায়। যাকে বাংলায় বলা যেতে পারে অন্তর্জাল বিভ্রান্তি। ধোনির ক্ষেত্রেও কি তাই হয়েছিল? এই প্রশ্ন খুঁড়েই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছে অনেকেই।

ধোনির টুইটারে ঢুঁ মারলে দেখা যায় তিনি শেষ টুইটটি করেছিলেন ২০২১ সালের ৮ জানুয়ারি। তার পর থেকে আর কোনও টুইট নেই তাঁর। আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন মাহি। বহুদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি সক্রিয় করেননি। তেমনই দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন কুল টুইটারে সক্রিয় হননি। তার জেরেই কী মাহির অ্যাকাউন্টের ভেরিফায়েড তকমা মুছে দিল টুইটার? নেট নাগরিকদের মনে জাগছে নানা প্রশ্ন।

Twitter removes blue verified badge from MS Dhoni's twitter account

টুইটারে ভ্যানিশ ধোনির অ্যাকাউন্টের ব্লু টিক

টুইটারের নিয়ম অনুসারে, যারা সামাজিকভবে জনপ্রিয় এবং সক্রিয়ভাবে টুইট করে থাকেন কিংবা অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন, সেই সকল ব্যক্তিদের ভেরিফায়েড তকমা দেয় এই সোশাল প্ল্যাটফর্মটি। টুইটারে থাকা সেই ব্যক্তি যে কোনও ক্ষেত্রের হতে পারে। রাজনৈতিক, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী, খেলা, সামাজিক জনপ্রিয়তা রয়েছে নানা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্লু টিক দেয় টুইটার।

Dhoni's blue tick back

টুইটারে ফিরেছে ধোনির অ্যাকাউন্টের ব্লু টিক

তবে, দীর্ঘদিন ধরে ভেরিফায়েড অ্যাকাউন্টের কোনও ব্যক্তি টুইটার ব্যবহার না করলে, তাঁর অ্যাকাউন্ট থেকে ব্লু টিকটি সরিয়ে নেয় টুইটার। এমএসডির ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। তবে ধোনির অ্যাকাউন্টের ব্লু টিক সরিয়ে দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তা আবার ফিরেছে।

আরও পড়ুন: IND vs ENG 1st Test Day 3 Live: বৃষ্টি বন্ধ ট্রেন্ট ব্রিজে, মিলল খেলা শুরুর ইঙ্গিত