IPL 2022: ধোনির পরামর্শে জ্বলে উঠল রাজবর্ধন হাঙ্গারগেকরের ব্যাট, দেখুন ভিডিও
আইপিএল-১৫ শুরুর আগে সুরাটে সিএসকের (CSK) ট্রেনিং ক্যাম্পে ধোনি-উথাপ্পাদের পাশাপাশি অনুশীলন শুরু করে দিয়েছেন রাজবর্ধনও।
Hangar Games with Namma Raj! ?
??https://t.co/TRY8r9yPGc#WhistlePodu ?? pic.twitter.com/roXCSYrICy— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) March 11, 2022
নেট সেশনে নিজেকে উজাড় করে দিচ্ছেন রাজবর্ধন। যার ঝলক তুলে ধরা হয়েছে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায়। সিএসকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রথমে রাজবর্ধন নেটে তিনি নিজের বোলিং ঝালাই করছেন। এরপর তিনি চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজীব কুমারের সঙ্গে কথাবার্তা বলার পর, ব্যাট হাতে তুলে নেন। সেই সময় রাজবর্ধনের পাশেই অনুশীলন করছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি এই তরুণ ক্রিকেটারকে ব্যাটিংয়ের ব্যাপারে পরামর্শ দেন। আর তার পরই রাজবর্ধন নেটে একের পর এক লম্বা লম্বা ছয় মারতে থাকেন।
সুরাটের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে অনুশীলনেই রাজবর্ধন প্রমাণ করে দিচ্ছেন, তাঁকে নিয়ে কোনও ভুল করেনি চেন্নাই। ছোটদের বিশ্বকাপে নজর কেড়েছিলেন রাজবর্ধন। তারপরই তাঁকে দলে নেয় চেন্নাই। উল্লেখ্য, ২৬ মার্চ আইপিএল-১৫-র উদ্বোধনীর দিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের।
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
আরও পড়ুন: India vs Sri Lanka: ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিতের ভারত
আরও পড়ুন: Marsh Cup Final-এ হিলটনের অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ভিডিও