T20 World Cup 2024: ভিডিয়ো: গাছে ওটা কে? জাডেজাকে যা দেখালেন বিরাট…
Watch Video: মেরিন ড্রাইভ থেকে বিশ্বজয়ী টিম হুডখোলা বাসে ওয়াংখেড়েতে এসেছিল। চারিদিকে বন্দেমাতরম শোনা যাচ্ছিল। ভারত মাতা কী জয় শোনা যাচ্ছিল। তারই মাঝে বিরাট কোহলির (Virat Kohli) নজর যায় একটি গাছে।
কলকাতা: মুম্বইতে হওয়া টিম ইন্ডিয়ার প্যারেড নিয়ে যত আলোচনাই হয়, কম। বৃহস্পতিবার মেরিন ড্রাইভে জনজোয়ার হয়েছিল ভারতের ভিকট্রি প্যারেডের জন্য। বিরাট-রোহিতরা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ট্রফি নিয়ে হুডখোলা বাসে ঘুরেছিলেন। মেরিন ড্রাইভ থেকে বিশ্বজয়ী টিম হুডখোলা বাসে ওয়াংখেড়েতে এসেছিল। চারিদিকে বন্দেমাতরম শোনা যাচ্ছিল। ভারত মাতা কী জয় শোনা যাচ্ছিল। তারই মাঝে বিরাট কোহলির (Virat Kohli) নজর যায় একটি গাছে। সেখানে যা দেখেন তিনি, দেখান রবীন্দ্র জাডেজাকেও (Ravindra Jadeja)। গাছে ঠিক কী দেখলেন বিরাট-জাডেজারা?
আসলে একাধিক ভারতীয় ক্রিকেট প্রেমী বিশ্বজয়ের হিরোদের চোখের সামনে থেকে দেখার জন্য গাছেও উঠেছিলেন। নেটদুনিয়ায় ভাইরাল বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার এক ভিডিয়ো। যেখানে জাডেজাকে গাছের মধ্য়ে এক ভক্তকে দেখার কথা বলেন বিরাট। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার প্যারেড বাস এগিয়ে চলেছে। হঠাৎ বিরাট কোহলির চোখ যায় রাস্তার পাশে থাকা একটি গাছের দিকে। যেখানে উঠেছিলেন এক ক্রিকেট প্রেমী। তিনি রেকর্ড করছিলেন হুডখোলা বাসে বিশ্বজয়ীদের সেলিব্রেশন। কোহলি তাঁকে দেখতে পেয়েই পাশে থাকা রবীন্দ্র জাডেজাকে ইশারা করে ডেকে দেখান। জাডেজা ওই গাছে থাকা ভক্তকে দেখে হাসিমুখে হাত নাড়ান।
The Art & The Artist ♥️😂
The Guy Who was sitting on the tree for team India 🇮🇳 Look the Reaction Of Virat & Jadeja 😂😍#VictoryParade #TeamIndia #RohitShama #Virat pic.twitter.com/hBZH41ddQ3
— Arun Vijay (@AVinthehousee) July 5, 2024
নেটদুনিয়ায় অনেকে ওই গাছে ওঠা ভক্ত এবং বিরাট-জাডেজার রিঅ্যাকশনের ভিডিয়ো শেয়ার করেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের এমন কাণ্ড কারখানা দেখে অনেকেই হতবাক। এত ভিড় হয়েছিল যে ওই প্যারেড দেখতে আসা বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয় হাসপাতালে ১১ জনের প্রাথমিক চিকিৎসাও করাতে হয়।