Venkatesh Iyer: ওস্তাদের মার দু’বলে! ল্যাঙ্কাশায়ারকে জেতালেন KKR তারকা ভেঙ্কটেশ আইয়ার
Watch Video: ১৭তম আইপিএল জয়ী ভেঙ্কটেশ আইয়ার খেলছেন কাউন্টিতে। ল্যাঙ্কাশায়ারের জার্সিতে দেখা যাচ্ছে তাঁকে। ইংল্যান্ডের আয়োজিত ওয়ান ডে কাপে (One Day Cup) তাঁর অনবদ্য বোলিংয়ের সুবাদে ওরচেস্টারশায়ারকে হারাল ল্যাঙ্কাশায়ার (Lancashire)।
কলকাতা: ‘ওস্তাদের মার শেষ রাতে…’, এ কথা বেশ প্রচলিত। এ বার কলকাতা নাইট রাইডার্সের এক তারকার জন্য এমন কিছুই বলতে হচ্ছে। একটু ঘুরিয়ে যেখানে বলা যায় ‘ওস্তাদের মার দুই বলে…’। প্রতিপক্ষর জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। সেখানে জ্বলে উঠলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। বর্তমানে তিনি ব্যাস্ত কাউন্টিতে। ১৭তম আইপিএল জয়ী ভেঙ্কি খেলছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। ইংল্যান্ডের আয়োজিত ওয়ান ডে কাপে (One Day Cup) তাঁর অনবদ্য বোলিংয়ের সুবাদে ওরচেস্টারশায়ারকে হারাল ল্যাঙ্কাশায়ার (Lancashire)।
ওয়ান ডে কাপে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ল্যাঙ্কাশায়ারকে ব্যাটিংয়ে পাঠায় ওরচেস্টারশায়ার। নির্ধারিত ৫০ ওভারে ২৩৭ রান তুলে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। এরপর ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওরচেস্টারশায়ার। কিন্তু ৪৯তম ওভারে সব শেষ করে দেন অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার।
3️⃣ runs required to win.
2️⃣ wickets needed…
Over to you, @venkateshiyer! 😍
🌹 #RedRoseTogether https://t.co/CfuDnk44Oo pic.twitter.com/gNTFO2M6ml
— Lancashire Cricket (@lancscricket) August 14, 2024
শেষ ৮ বলে ওরচেস্টারশায়ারের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। ওরচেস্টারশায়ারের ইনিংস চলাকালীন ৪৯তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দু’টো উইকেট তুলে নেন ভেঙ্কটেশ আইয়ার। আর তাতেই ২৩৪ রানে অলআউট ভেঙ্কিদের প্রতিপক্ষরা। শেষ হয়ে যায় ওরচেস্টারশায়ারের ইনিংস। মাত্র ৩ রানের পুঁজি নিয়ে রোমাঞ্চকর জয় ল্যাঙ্কাশায়ারের। ৬ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ার ২টি উইকেট নেন। শুধু তাই নয়। ব্যাট হাতে ৪২ বলে ২৫ রানও করেন ভেঙ্কটেশ। ল্যাঙ্কাশায়ারের পরবর্তী ম্যাচ ২২ অগস্ট, সারের বিরুদ্ধে।