PBKS vs RCB, IPL 2023: বিরাট-ডু’প্লেসি জুটি ভাঙতেই খেই হারাল আরসিবি
Virat Kohli-Faf du Plessis: ৫৫৬ দিন পর আরসিবির ক্যাপ্টেন হয়ে মাঠে নেমে অধিনায়োকচিত ইনিংস খেলে গেলেন বিরাট। নিয়মিত অধিনায়ক ফাফ ডু'প্লেসির সঙ্গে জুটি বেঁধে প্রথম উইকেটে ১৩৭ রান তোলেন বিরাট কোহলি।
মোহালি: অধরা মাধুরী লাভের একঝাঁক স্বপ্ন নিয়ে ১৬তম আইপিএলে (IPL 2023) এগোচ্ছে আরসিবি (RCB)। এই পথে কতদূর যাবে বিরাট কোহলির (Virat Kohli) দল তা বলা মুশকিল। চলতি আইপিএলে আরসিবি ধারাবাহিকতা দেখাতে পারছে না। দলের টপ অর্ডার কোনও ম্যাচে ব্যর্থ হলে সেই ম্যাচ বেরিয়ে যাচ্ছে আরসিবির হাত থেকে। পঞ্জাব কিংসের ঘরের মাঠে, মোহালিতে আজ আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ৫৫৬ দিন পর আরসিবির ক্যাপ্টেন হয়ে মাঠে নেমে অধিনায়োকচিত ইনিংস খেলে গেলেন বিরাট। নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসির (Faf du Plessis) সঙ্গে জুটি বেঁধে প্রথম উইকেটে ৯৭ বলে ১৩৭ রান তোলেন বিরাট কোহলি। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আরসিবি। যা দেখে পরিষ্কার কোহলি-ডু’প্লেসি জুটি ভেঙে যাওয়ার পর খেই হারায় আরসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২ এপ্রিলের ম্যাচে কোহলি-ফাফ জুটিতে ১৪৮ রান তুলেছিল। ১৬তম আইপিএলে এটিই কোনও দলের সর্বাধিক পার্টনারশিপ। এ বার পঞ্জাব কিংসের বিরুদ্ধে চলতি মরসুমের দ্বিতীয় সর্বাধিক ওপেনিং জুটি গড়লেন বিরাট-ফাফ। ১৭তম ওভারের প্রথম বলে ছন্দে থাকা বিরাট কোহলির উইকেট তুলে নেন হরপ্রীত ব্রার। ৪৭ বলে ৫৯ রান করে ফেরেন ভিকে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। এরপর তিন নম্বরে এসে গোল্ডেন ডাক হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮তম ওভারে অধিনায়ক ফাফ ডু’প্লেসির উইকেট হারায় আরসিবি। তিনি করেন ৫৬ বলে ৮৪ রান। এরপর আরসিবির আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি।
This is our Highest Partnership for any wicket at Mohali in the IPL ?️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #PBKSvRCB pic.twitter.com/lGgyuJenvN
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 20, 2023
ফের একটা ম্যাচে ব্যর্থ হল আরসিবির মিডল অর্ডার। বিরাট-ডু’প্লেসি জুটি ভাঙার পর মাত্র ৩৭ রান যোগ করতে পেরেছে আরসিবি। এই ভাবে বিরাট-ফাফ-ম্যাক্সওয়েল নির্ভরতা চাপ বাড়াচ্ছে আরসিবির। এই ত্রয়ীতে ভরসা করে থাকলে বেশিদূর এগোতে পারবে না আরসিবি। আজই যেমন মোহালিতে ম্যাক্সওয়েলের ব্যাট চলল না। বিরাট-ফাফ শতরানের বেশি পার্টনারশিপ গড়েছিলেন, যার ফলে আরসিবি অনায়াসে ২০০-র টার্গেট দিতে পারত পঞ্জাবকে। কিন্তু আরসিবির বাকি ক্রিকেটাররা সেই অর্থে রান করতেই পারেননি। ফলে আজ, ঘরের মাঠে পঞ্জাবকে জিততে হলে তুলতে হবে ১২০ বলে ১৭৫ রান। প্রসঙ্গত, চলতি আইপিএলে এখনও অবধি ৫টি শতরানের পার্টনারশিপ হয়েছে। যার মধ্যে ৪টিতে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। যা থেকে বোঝাই যাচ্ছে এই আইপিএলে তিনি বেশ ছন্দে রয়েছেন এবং এখনও অবধি ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপও যে কারণে রয়েছে ফাফের দখলে।