Virat Kohli-Ishant Sharma: বিরাট তো ইশান্তের সামনে বাচ্চা… এমন মন্তব্য করে বসলেন কে?
IPL 2024: এ বারের আইপিএলে আরসিবি টানা ৫টি ম্যাচ জিতে টিকে রয়েছে প্লে অফের লড়াইয়ে। পয়েন্ট টেবলের শীর্ষে থাকা কেকেআর আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করা একমাত্র দল। এখনও প্লে অফের বাকি ৩টি স্থান ভরেনি। দিল্লিকে হারিয়ে সেই পথেই এক ধাপ এগিয়েছেন বিরাট-ফাফরা।
কলকাতা: দুই বন্ধু ২২ গজে যখন প্রতিপক্ষ হয়, তখন কী ঘটে? জানতে হলে ফিরে যেতে হবে চিন্নাস্বামীতে হওয়া আইপিএলের আরসিবি-দিল্লি ম্যাচে। সেখানে আরসিবির জার্সিতে ২৫০তম আইপিএল ম্যাচ খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ঋষভ পন্থ-হীন দিল্লিকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সঙ্গে অবশ্য থাকছে অঙ্ক। সে সব পরের কথা। আবার ফিরে যাওয়া যাক বন্ধুত্বে। রবি-রাতে দুই প্রতিপক্ষ, যাঁরা আবার বন্ধু, তাঁদের খুনসুটির সাক্ষী থেকেছেন ক্রিকেট প্রেমীরা। এই দুই বন্ধু বিরাট কোহলি ও ইশান্ত শর্মা (Ishant Sharma)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ম্যাচের মাঝে তাঁদের খুনসুটির ছবি, ভিডিয়ো।
The special bond of Virat Kohli and Ishant Sharma. ❤️ pic.twitter.com/qv547tVJdW
— Tanuj Singh (@ImTanujSingh) May 12, 2024
টস হেরে প্রথমে ব্যাটিং করে আরসিবি। ১৭ বছরের আইপিএল কেরিয়ারে প্রথম বার আউট হওয়ার সময় হাসতে দেখা যায় বিরাট কোহলিকে। কিন্তু আউট হয়ে বিরাট কী ভাবে হাসলেন? কারণ, একটাই। তাঁকে আউট করেন ইশান্ত শর্মা। তাঁরা ছেলেবেলার বন্ধু। আরসিবির ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে ইশান্ত ফেরান বিরাটকে। ওই ওভারে ইশান্তের (লেগপুল করতে) পিছনে লাগতে দেখা যায় বিরাটকে। কোহলি আউট হতেই তাঁর সামনে এসে অঙ্গভঙ্গিও করেন ইশান্ত। শেষ অবধি হাসতে হাসতে মাঠ ছাড়েন বিরাট।
Nobody was more happy than Virat Kohli when Ishant sharma came out to bat -True Bond ❤️ pic.twitter.com/QaqrFq55w5
— ICT Fan (@Delphy06) May 12, 2024
কিং কোহলি সকলকে পাল্টা দিতে ওস্তাদ। যে কারণে ইশান্ত যখন ব্যাটিংয়ে আসেন, সেই সময় তাঁর সঙ্গে খুনসুটিতে আবার মতে ওঠেন বিরাট। সেই সময় ধারাভাষ্য দিতে দিতে বিরাট কোহলি ও ইশান্ত শর্মার বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে বলতে শুরু করেন দেশের প্রাক্তন দুই ক্রিকেটার নভজোৎ সিং সিধু ও মহম্মদ কাইফ।
The bond between Virat Kohli and Ishant Sharma.😘❤️ pic.twitter.com/q38DEgjbzo
— JAN_NAYAK🇮🇳 (@Avdhesh_18x) May 12, 2024
বিরাট ও ইশান্তের উচ্চতা নিয়ে মজার ছলে সিধু বলেন, ‘আমাকে প্রথমে বলে কে উট আর কে পাহাড়? ওদের দেখে মনে হচ্ছে একটা বাচ্চা পাহাড় দেখছে। নিম গাছের নীচে দাঁড়িয়ে আছে।’ এর উত্তরে কাইফ বলেন, ‘একজন লম্বা মানুষকে সব সময় চোখ নীচু করে কথা বলতে হয়। আর যাঁর উচ্চতা কম যে মাথা উঁচু করে সব সময়।’ এরপর কমেন্ট্রি বক্স থেকে সিধু বলেন, ‘বিরাট কোহলির উচ্চতা কম (ইশান্তের থেকে) হলেও ও মাউন্ট এভারেস্টের মতো বড়। ওর থেকে বড় কেউ নেই।’