প্রথম বলেই আউট, লজ্জার রেকর্ড বিরাট কোহলির

Virat Kohli: অধিনায়ক বিরাটের তিনটি গোল্ডেন ডাক ইংল্যান্ডের বিরুদ্ধেই।

প্রথম বলেই আউট, লজ্জার রেকর্ড বিরাট কোহলির
প্রথম বলেই আউট, লজ্জার রেকর্ড বিরাট কোহলির (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 8:33 PM

ভারত অধিনায়ক হিসেবে একের পর এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতেও রেকর্ডের লিস্টও বেশ লম্বা। বিরাটের লম্বা রেকর্ড বইয়ের পাতায় খারাপ অধ্যায় খুব কম। কিন্তু বৃহস্পতিবার বিরাটের নামের সঙ্গে এমন একটা রেকর্ড জুড়ে গেল যা তাঁর সাফল্যের খাতায় একফোঁটা চোনা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম বলেই আউট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে এই নিয়ে তৃতীয় বার গোল্ডেন ডাক।

এর আগে ভারত অধিনায়ক হিসেবে দুটি গোল্ডেন ডাক ছিল লালা অমরনাথ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তৃতীয় বার টেস্টের প্রথম বলে আউট হয়ে দুই প্রাক্তনীকে ছাপিয়ে গেলেন বিরাট। এর আগে ২০১৪য় ইংল্যান্ড সফরেও লিয়াম প্লাঙ্কেট গোল্ডেন ডাকে ফিরিয়েছিলেন বিরাটকে। ২০১৮ সালে অধিনায়ক বিরাটকে গোল্ডেন ডাকে ফেরত পাঠান ইংল্যান্ডের পেসার ব্রড। অধিনায়ক বিরাটের তিনটি গোল্ডেন ডাক ইংল্যান্ডের বিরুদ্ধেই।

ভারতের ইংল্যান্ড সফরে সবার চোখ ছিল বিরাট বনাম অ্যান্ডারসন লড়াইয়ের দিকে। প্রথম টেস্টে অন্তত বিরাটের ব্যাটকে কোনও কাজ করার সুযোগটাই দিল না অ্যান্ডারসনের সুইং। উইকেট নেওয়ার পর ইংলিশ পেসারের উচ্ছ্বাসটাই বলে দিচ্ছিল তাঁর মনে অবস্থা, যেন যুদ্ধ জয়ের আনন্দ।

আরও পড়ুন: IND vs ENG 1st Test Day 2 Live: আলোবিভ্রাটের পর বৃষ্টির বাধা, পন্থদের খেলা বন্ধ