T20 World Cup 2021: রাহুল চাহারকে আরসিবি টিমমেট গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করা পরামর্শ বিরাটের

ম্যাক্সওয়েলের ব্যাট আরও বিধ্বংসী হয়ে ওঠার আগেই কোহলির পরামর্শ কাজে লাগিয়ে সফল হন রাহুল চাহার।

T20 World Cup 2021: রাহুল চাহারকে আরসিবি টিমমেট গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করা পরামর্শ বিরাটের
T20 World Cup 2021: রাহুল চাহারকে আরসিবি টিমমেট গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করা পরামর্শ বিরাটের (ছবি-বিসিসিআই টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 5:39 PM

দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠেছে ব্লু জার্সিধারীরা। আইপিএলের (IPL) সুবাদে নানা দেশের ক্রিকেটাররা একসঙ্গে, একই টিমে খেলেন। অভিজ্ঞ ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখে যেমন তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখে, তেমনই সেরা ক্রিকেটাররা প্রতিপক্ষ দেশের ক্রিকেটারদের মেপে নিতেও কোনও ভুল করেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) পরামর্শেই অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ফেরান রাহুল চাহার (Rahul Chahar)। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতীয় স্পিনার রাহুল চাহারকে আরসিবির টিমমেট ম্যাক্সিকে আউট করার পরামর্শ দিতে দেখা যায় বিরাটকে। আইসিসি (ICC) সেই ভিডিও পোস্ট করেছে ইন্সটাগ্রামে।

ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ১২ ওভারের প্রথম বলে রাহুল চাহারকে একটি বাউন্ডারি মারেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তারপরই দেখা যায় বিরাট কোহলি কথা বলছেন রাহুল চাহারের সঙ্গে। পরিস্কার করেই বোঝা যায় সেই সময় বিরাট-রাহুলের মধ্যে ম্যাক্সওয়েলকে আটকানোর ব্যাপারেই কথা হচ্ছিল। প্রথম বলে চার মারলেও ম্যাক্সিকে আর কোনও রান দেননি রাহুল। পরপর তিনটি ডট বল দেওয়ার পর, ওই ওভারের চতুর্থ বলেই ম্যাক্সওয়েলের উইকেট তুলে নেন রাহুল চাহার। ফলে স্বাভাবিক ভাবেই বলা হচ্ছে বিরাটের পরামর্শ কাজে লেগে গিয়েছে।

আইসিসি বিরাটের রাহুলকে পরামর্শ দেওয়ার ভিডিওটির ক্যাপশনে লেখে, “ম্যাক্সওয়েলের দারুণ রিভার্স সুইপ। কোহলি পরামর্শ দিলেন চাহারকে। আর চাহার আগুন ঝলসানোর মতো উইকেট নিয়ে ফিরলেন।”

View this post on Instagram

A post shared by ICC (@icc)

৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সি। স্টিভ স্মিথের সঙ্গে ৬১ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। ম্যাক্সওয়েলের ব্যাট আরও বিধ্বংসী হয়ে ওঠার আগেই কোহলির পরামর্শ কাজে লাগিয়ে সফল হন রাহুল চাহার।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপে পন্থকে কিপিং টিপস মেন্টর ধোনির

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারত-পাক সুরেই জন্ম ওমানের

আরও পড়ুন: T20 World Cup 2021: স্কুইড গেম, নেটফ্লিক্সের খেলায় মেতেছেন রোহিতরা