Virat Kohli: অ্যাডিলেডে বিরাট রাজ, টি-২০তে বিশ্বরেকর্ড গড়লেন কোহলি
IND vs ENG T20 WC: আন্তর্জাতিক টি-২০তে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিরাট।
অ্যাডিলেড: বিরাট কোহলির সঙ্গে অ্যাডিলেড ওভালের ‘লাভ অ্যাফেয়ার’-এর কথা ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। এই মাঠ জানে তাঁর প্রথম সবকিছু। প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে অ্যাডিলেড ওভাল বারবার সাক্ষী থেকেছে ‘বিরাট রাজ’-এর। বৃহস্পতিবার অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তাই বিরাটের থেকে আশা ছিল অনেক বেশি। অনুরাগীদের হতাশ করলেন না বিরাট। সেমির লড়াইয়ে তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে অর্ধশতরান। এরইসঙ্গে আন্তর্জাতিক টি-২০তে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিরাট। পুরুষ ও মহিলা উভয় বিভাগে ক্ষুদ্রতম ফরম্যাটে চার হাজার রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি কেউ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই করে দেখালেন কিং কোহলি। একাধিক রেকর্ডে অ্যাডিলেড ওভালের দর্শকদের মাতিয়ে দিলেন বিরাট।
বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম মাইলস্টোন গড়েন বিরাট। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ১,০১৬ রানের অধিকারী ছিলেন শ্রীলঙ্কার তারকা মাহেলা জয়বর্ধনে। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে সেদিনই জয়বর্ধনেকে টপকে যান বিরাট। ২০১৪ সালে জয়বর্ধনের গড়া রেকর্ড ভেঙে এখন কুড়ি বিশের বিশ্বকাপের সেরা রান সংগ্রাহকারী ভারতের প্রাক্তন অধিনায়ক। টি-২০তে চার হাজার রানের রেকর্ড গড়তে ৬৮ রানের প্রয়োজন ছিল বিরাটের। আশা ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই রেকর্ড পূর্ণ করে ফেলবেন। চটজলদি আউট হয়ে যাওয়ায় জিম্বাবোয়ে বিরুদ্ধে রেকর্ড গড়া হয়নি। ‘সেকেন্ড হোম’ অ্যাডিলেডে বিরাট ব্যাটে রেকর্ডের ফুলঝুরি। প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে চারহাজার রানের গণ্ডি ছুঁলেন।পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল, বাবর আজম, পল স্ট্রালিংকে।
? Milestone Unlocked ? 4⃣0⃣0⃣0⃣ T20I runs & going strong ? ? Well done, @imVkohli! ? ? Follow the match ▶️ https://t.co/5t1NQ2iUeJ #TeamIndia | #T20WorldCup | #INDvENG pic.twitter.com/JbEXzq24jW
— BCCI (@BCCI) November 10, 2022
একইসঙ্গে টি-২০তে বাউন্ডারির ‘সেঞ্চুরি’ গড়েন বিরাট। ৫০ রানের ইনিংসে ৪টি চার হাঁকিয়েছেন বিরাট। কুড়ি বিশের ফরম্যাটে ১০০টি চার হাঁকানোর নজির গড়লেন। সেমিফাইনালের ম্যাচে দুই ওপেনার লোকেশ রাহুল, রোহিত শর্মা চটজলদি প্যাভিলিয়নে ফেরার পর দলের হাল ধরেন কোহলি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে দলকে ভরসা দিলেন। সেমিফাইনাল পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে তাঁর ব্যাটে এল চতুর্থ শতরান। যদিও পয়া অ্যাডিলেডে বিরাটের অপরাজিত থাকার রেকর্ড অক্ষত রইল না বিরাটের। অর্ধশতরানের পরই বিরাটকে ফেরান ক্রিস জর্ডন।
A Special TON! ? ?@imVkohli has now hit 1⃣0⃣0⃣ Fours in the #T20WorldCup! ? ? Follow the match ▶️ https://t.co/5t1NQ2iUeJ #TeamIndia | #INDvENG pic.twitter.com/yuVockhlI7
— BCCI (@BCCI) November 10, 2022