Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ভক্তকে কথা দিলেন বিরাট কোহলি, রাখবেন তো?

ক্রিকেটাররা যখনই কোনও বিমানবন্দরে পৌঁছান, তাঁদের ঘিরে ধরে অনুরাগীরা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলির কাছে সেলফি তোলার আব্দার করেন তাঁর এক ভক্ত। যদিও বিরাট তাঁর সেই ভক্তর সঙ্গে সেলফি তোলেননি, কিন্তু তাঁকে এক কথা দিয়েছেন কোহলি।

Virat Kohli: ভক্তকে কথা দিলেন বিরাট কোহলি, রাখবেন তো?
Virat Kohli: ভক্তকে কথা দিলেন বিরাট কোহলি, রাখবেন তো? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 5:58 PM

মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) যেখানে যান তাঁর ভক্তরা একঝাঁক আব্দার নিয়ে হাজির হয়। কখনও তাঁদের চাই কোহলির অটোগ্রাফ। কখনও আবার বিরাটের সঙ্গে সেলফি তোলার অনুরোধ চলে। এ বার সেই সেলফি নিয়েই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেটাররা যখনই কোনও বিমানবন্দরে পৌঁছান, তাঁদের ঘিরে ধরে অনুরাগীরা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলির কাছে সেলফি তোলার আব্দার করেন তাঁর এক ভক্ত। যদিও বিরাট তাঁর সেই ভক্তর সঙ্গে সেলফি তোলেননি, কিন্তু তাঁকে এক কথা দিয়েছেন কোহলি। ভক্তকে কী কথা দিলেন বিরাট? সেই কথা রাখবেন তো তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় বিরাটের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, মুম্বই বিমানবন্দরে তাঁর সঙ্গে সেলফি তোলার আব্দার নিয়ে এক ফ্যান তাঁর গাড়ির সামনে চলে আসেন। সেই সময় কোহলিকে দেখে মনে হচ্ছিল, তাঁর কোথাও যাওয়ার জন্য একটু তাড়া রয়েছে। তাই সেই ভক্তকে বিরাট জানান, ২৩ তারিখে তিনি আবার আসবেন, তখন তাঁর সঙ্গে সেলফি তুলবেন। আসলে ২৩ অগস্ট বিরাট কোহলির বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এশিয়া কাপের প্রস্তুতিতে যোগ দিতে যাওয়ার কথা। বিরাট তাই তাঁর ভক্তকে কথা দিয়েছেন, এনসিএতে যাওয়ার দিন তিনি তাঁর সঙ্গে সেলফি তুলবেন।

উল্লেখ্য, বর্তমানে বিশ্রামে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওডিআই সিরিজের স্কোয়াডে ছিলেন বিরাট। তাতে দুটি টেস্টে এবং প্রথম ওডিআইতে খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারত, সেই স্কোয়াডে ছিলেন না বিরাট। তাই ওডিআই সিরিজ শেষ হতে তিনি দেশে ফিরে আসেন। এ বার বিরাটকে দেখা যাবে আসন্ন এশিয়া কাপে।