Mothers Day 2022: মাতৃদিবসে মায়েদের উদ্দেশ্যে কী লিখলেন বিরাট-সচিন-রায়নারা?
মাতৃদিবস উপলক্ষে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), সুরেশ রায়নারা (Suresh Raina) স্মৃতিমেদুর হলেন সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: আজ ৮ মে… মাতৃদিবস (Mothers Day)। তবে কেবল মাত্র একটা দিন মায়েদের দিন হয় না। তাও প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাতৃদিবস। ২২ গজের তারকারা নেটমাধ্যমে তাঁদের মায়েদের সঙ্গে ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন। ভালোবাসা জানিয়েছেন মায়েদের প্রতি। মাতৃদিবস উপলক্ষে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), সুরেশ রায়নারা (Suresh Raina) স্মৃতিমেদুর হলেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর তাঁর মায়ের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর মায়ের পাশে দেখা যাচ্ছে একটি বিড়ালকেও। ছবির ক্যাপশনে সচিন লিখেছেন, ”আমাদের মাথায় বিশ্বের অনেক চিন্তা থাকে। কিন্তু আমাদের মায়েদের আসল চিন্তা থাকে তাঁদের সন্তানকে নিয়ে। তাঁদের সন্তান ঠিকমতো খাচ্ছে কি না, ঠিকঠাক রয়েছে কি না, তাই ভাবেন তাঁরা সবসময়। এটাই হল মায়েদের ভালোবাসা। এই হল আমার আই (মা)। আর তার সঙ্গে রয়েছে আমাদের দত্তক নেওয়া বিড়ালটি। ওর সঙ্গে মায়ের বিশেষ বন্ডিং রয়েছে। আমার মা খেলে তারপরই ও খাবে।”
We may have a thousand worries in the world, but our mother’s main worry will still remain whether we’ve had food on time. Such is a mother’s love!
Here’s my Aai with our adopted cat. They share a special bond – he has his meals only when Aai is having hers ? #MothersDay pic.twitter.com/2m8jSdm0QD
— Sachin Tendulkar (@sachin_rt) May 8, 2022
প্রাক্তন ভারত অধিনায়ক ও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি মাতৃদিবসে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। বিরাট টুইটারে লিখেছেন, ”সকল মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের শক্তি তুলনাহীন। হ্যাপি মাদার্স ডে।”
A lot of love and happiness to all mother's. Your strength is unmatched and here's wishing you a very Happy Mother's Day. ?
— Virat Kohli (@imVkohli) May 8, 2022
ভারতের প্রাক্তন তারকা অল-রাউন্ডার যুবরাজ সিং নিজের মা ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ”আমি আমার জীবনের সেরা ২ নারীকে হ্যাপি মাদার্স ডে-র শুভেচ্ছা জানাতে চাই। অসাধারণ মা হিসেবে তোমরা নিজেদের প্রতিটা দিন প্রমাণ করে চলেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবে সবকিছুকে একসঙ্গে নিয়ে চলার জন্য।”
Wishing a very Happy Mother’s Day to the two most amazing women in my life ?❤️ it takes amazing women to become amazing moms and you both prove this each day! Thank you for always holding everything together ??? @hazelkeech #HappyMothersDay2022 pic.twitter.com/BH8OFlcThb
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 8, 2022
ভারতীয় তারকা বোলার ও চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা অস্ত্র কুলদীপ যাদব তাঁর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, “হ্যাপি মাদার্স ডে মা।”
Happy Mother’s Day Maa♥️ pic.twitter.com/m0caH4PGVz
— Kuldeep yadav (@imkuldeep18) May 8, 2022
ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না তাঁর মা ও স্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, “মা তোমাকে মাতৃদিবসের শুভেচ্ছা। প্রিয়াঙ্কা এবং সমস্ত মা যেখানে আছেন, এমন মহান মায়েদের মধ্যে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তোমরা দু’জনই আমার কাছে সত্যিকারের অনুপ্রেরণা! আমি তোমাদের দু’জনকে কতটা ভালোবাসি এবং প্রশংসা করি তা বর্ণনা করার জন্য কোনও শব্দই যথেষ্ট হবে না!”
Wishing you a very Happy #MothersDay Maa , @PriyankaCRaina & all the mother’s out there ? I feel blessed to be surrounded by such great mothers, you both are a true inspiration for me! Words will never be enough to describe how much I love & admire you both! ❤️ #Lifelines pic.twitter.com/SQRLSWOPGF
— Suresh Raina?? (@ImRaina) May 8, 2022
ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা তাঁর মা ও স্ত্রীর ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, “মাকে ছাড়া আমরা কোথায় থাকব? তাঁরা আমাদের জীবনের স্তম্ভ। শুভ মাতৃদিবস!”
Where would we be without our mother? They are the pillars of our lives. Happy Mother’s Day! ?❤️#MothersDay pic.twitter.com/sYqR8JgveU
— cheteshwar pujara (@cheteshwar1) May 8, 2022