Virat Kohli Bowling Video: বিশ্বকাপে বোলিংয়ে বিরাট! শেষ কবে বল করতে দেখা গিয়েছিল কোহলিকে?
IND vs BAN, ICC World Cup 2023: পুনেতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। ম্যাচ চলাকালীন চোট পান হার্দিক পান্ডিয়া। তাঁর নির্ধারিত ওভারের শেষ তিন বল করতে দেখা গেল কিং কোহলিকে। সিরাজ, কুলদীপ, জাডেজারা থাকতে বিরাট কেন? এই দৃশ্য সচরাচর দেখা যায় না। স্বাভাবিক ভাবেই দর্শকরা একদিকে যেমন হার্দিকের চোট নিয়ে চিন্তিত, তেমনই বিরাট কোহলিকে বোলিংয়ে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। বিরাট ধ্বনিও উঠল।
পুনে: বাইশ গজে শেষ কথা বলে কিছু নেই। দলের বিপদে সঙ্গ দেওয়াই শেখায় যে কোনও খেলা। এ বার এমনই এক উদাহরণ রেখে গেলেন ভারতীয় সুুপারস্টার বিরাট কোহলি। পুনেতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। ম্য়াচ চলাকালীন চোট পান হার্দিক পান্ডিয়া। তাঁর নির্ধারিত ওভারের শেষ তিন বল করতে দেখা গেল কিং কোহলিকে। সিরাজ, কুলদীপ, জাডেজারা থাকতে বিরাট কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ব্যাটংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৯ ওভারের মাথায় চোট পান হার্দিক। সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় পান্ডিয়াকে। তাঁর ওভারের তিন বল তখনও বাকি। পান্ডিয়ার বাকি ৩ বল করেন বিরাট। গ্য়ালারি জুড়ে তখন শুধুই শোনা যায়, ‘বিরাট-বিরাট’ ধ্বনি। ওয়ান ডে ফর্ম্যাটে বোলার বিরাট নতুন নন। ২০১১ সালে ঘরের মাঠে যে বিশ্বকাপে ভারত জিতেছিল, সেখানেও বল হাতে দেখা গিয়েছিল বিরাটকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এক ওভার বল করেছিলেন। দিয়েছিলেন মাত্র ৬ রান। এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালেও বোলার বিরাটকে ব্যবহার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়াংখেড়ের পিচ স্পিন সহায়ক ছিল। যা বুঝে বিরাটকে আক্রমণে নিয়ে আসেন ধোনি। উইকেট না পেলেও রান তেমন খরচ করেননি। এক ওভার বল করে দিয়েছিলেন ৬ রান।
Virat Kohli – THE KING .. Bowling for Team India against Bangladesh 😂🙌❤️#INDvsBAN #indiavsbangladesh #ICCCricketWorldCup #ICCCricketWorldCup23 pic.twitter.com/50yzrPZFeN
— Kohlified (@kohlified23) October 19, 2023
ব্যাট হাতে বিরাট যতই ভয়ঙ্কর হোন না কেন, বল হাতে বিরাট তেমন কার্যকর ভূমিকা নিতে পারেননি। এই জায়গায় সচিন তেন্ডুলকর তাঁর থেকে অনেক এগিয়ে থাকবেন। ওয়ান ডে কেরিয়ারে বিরাট ৪৪৪ বল ডেলিভারি করেছেন। ঝুলিতে রয়েছে মাত্র ৪ উইকেট। টেস্টে কখনও বল না করলেও টি-২০তে তাঁকে বল হাতে দেখা গিয়েছে।
View this post on Instagram
সচিন যেমন শুরু থেকেই ব্যাটের পাশাপাশি বোলিংয়ে গুরুত্ব দিতেন, বিরাট তেমন নন। পঞ্চম বোলারের ভূমিকা প্রায়ই দায়িত্বের সঙ্গে পালন করতেন সচিন। বহু ম্যাচ বল হাতেই জিতিয়েছেন মাস্টার ব্লাস্টার। বিরাট অবশ্য প্রয়োজন না পড়লে সেই অর্থে বল করেন না। বৃহস্পতিবার পুনেতে যেমন প্রয়োজনেই হাজির হলেন। হার্দিকের চোটের কারণে ৩টে বল করলেন তিনি। দিয়েছেন ২ রান। অবশ্য এই রান দেওয়া না দেওয়া খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বিরাট বল করছেন এটাই তাঁর ভক্তদের কাছে আলোচনার বিষয়।