Virat Kohli: বিরাটের উপর অনেক চাপ… দাওয়াই দিলেন অজি তারকা
RCB, IPL 2024: শনি-রাতে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য আরসিবির (RCB)। মরসুমের শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছেন বিরাট কোহলিরা। ২০৩ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক আরসিবির সুপারস্টার বিরাট কোহলি।
কলকাতা: সবচেয়ে বেশি রান ঝুলিতে রেখে কী হবে, যদি টিমই না ভালো পারফর্ম করতে পারে? বিরাট কোহলির (Virat Kohli) মনে কি এমনটাই চলছে? কে বলতে পারে। শনি-রাতে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য আরসিবির (RCB)। মরসুমের শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছেন বিরাট কোহলিরা। ২০৩ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক আরসিবির সুপারস্টার বিরাট কোহলি। এ বারের আইপিএলে (IPL) বিরাট কোহলি উপর মারাত্মক চাপে রয়েছে। এমনটা মনে করছেন প্রাক্তন অজি অধিনায়ক।
স্টিভ স্মিথ, প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক বর্তমানে ভারতে রয়েছেন। তিনি আইপিএলে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে স্টিভ স্মিথ জানিয়েছেন, তাঁর মনে হয় এ বারের আইপিএলে বিরাট কোহলির উপর খুব চাপে আছে। স্মিথ মনে করেন, আরসিবির অন্যান্য ক্রিকেটারদের এই সময় বিরাট কোহলির পাশে দাঁড়ানো দরকার।
বিরাট কোহলি চলতি আইপিএলে ধারাবাহিক পারফর্ম করলেও তাঁর আরসিবির সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল, অধিনায়ক ফাফ ডু’প্লেসিরা সেই অর্থে চমক দেখাতে পারছেন না। স্মিথের মতে যা চাপ বাড়াচ্ছে বিরাট কোহলির। স্মিথের কথায়, ‘বিরাটের পাশে আরসিবির অন্য ক্রিকেটারদের দাঁড়ানো উচিত। তাঁরা যদি সেটা করেন, তা হলে এই মরসুমে ওরা হয়তো পরিস্থিতি বদলে দিতে পারে। আমার মনে হয় বিরাট নিজের উপর অতিরিক্ত চাপ নিচ্ছে। তাই টপ অর্ডারের এবং মিডল অর্ডারের ব্যাটারদের বিরাটকে সাহায্য করা প্রয়োজন। টুর্নামেন্টের শুরুটা ভালো করেছে ও। কিন্তু তার মানে এই নয় যে প্রতি ম্যাচে ও ভালো পারফর্ম করবে।’
এ বারের আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইকরেট। যার ফলে এই নিয়ে প্রশ্ন উঠেছে। স্মিথের কথায়, ‘বিরাট অসাধারণ ক্রিকেটার। ও যেমন খেলে এক কথায় অসাধারণ। বিশ্বের অনেক ক্রিকেটারের থেকে ও ভালো খেলে। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী ম্যাচে প্রয়োজন মতো পারফর্ম করে। যদি স্ট্রাইকরেট বাড়ানোর প্রয়োজন হয়, সেটাই করে। যদি পার্টনারশিপ গড়ার প্রয়োজন হয়, ও সেটাই করে। প্রত্যেক মাঠে ১৮০ স্ট্রাইকরেট প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু মাঠে ১৫০-১৬০ স্ট্রাইকরেট ঠিক আছে।’