Virat Kohli: বিরাট কি বাবরের ফ্যান? চুল কাটাতে গিয়ে কোহলির নজর পাক-কিউয়ি ম্যাচে

ICC World Cup 2023: বিশ্বকাপে অষ্টম জয়ের লক্ষ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছেন মেন ই ব্লু। অবশ্য ইডেনে রবিবাসরীয় বিশ্বকাপ ম্যাচের ঠিক আগে বিরাটের নজর ছিল অন্য জায়গায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, এক হেয়ারস্টাইলিস্ট বিরাটের হেয়ারকাট করছেন। আর সেই সময় কোহলির চোখ মুঠোফোনে। সামনে চলছে বাবর আজমের খেলা। তা হলে কি বিরাট বাবরের ফ্যান?

Virat Kohli: বিরাট কি বাবরের ফ্যান? চুল কাটাতে গিয়ে কোহলির নজর পাক-কিউয়ি ম্যাচে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 4:55 PM

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে হাজার হাজার দর্শকরা এখন দেখছেন কিং কোহলির অনবদ্য ব্যাটিং। বিশ্বকাপে অষ্টম জয়ের লক্ষ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছেন মেন ই ব্লু। অবশ্য ইডেনে রবিবাসরীয় বিশ্বকাপ ম্যাচের ঠিক আগে বিরাট কোহলির (Virat Kohli) নজর ছিল অন্য জায়গায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, এক হেয়ারস্টাইলিস্ট বিরাটের হেয়ারকাট করছেন। আর সেই সময় কোহলির চোখ মুঠোফোনে। সামনে চলছে বাবর আজমের (Babar Azam) খেলা। তা হলে কি বিরাট বাবরের ফ্যান? এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই প্রশ্ন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ, রবিবার বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। আর জন্মদিনের ঠিক আগের দিন কোহলি বদলে ফেলেন নিজের লুক। আসলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বিরাট কোহলি নতুন হেয়ারস্টাইল করিয়েছেন। টিম হোটেলেই নিজের হেয়ারকাট করিয়েছেন বিরাট। আর চুল কাটানোর সময়ও কোহলি ক্রিকেট থেকে কিন্তু দূরে ছিলেন না। তিনি নজর রেখেছিলেন বেঙ্গালুরুতে হওয়া পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের অসাধারণ ৯৫ রানে ভর করে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে পাকিস্তান জেতে ২১ রানে। ক্রিকেট মহলের মতে, আসলে বিরাট কোহলি তাঁর ফাঁকা সময়ে দেখে নিচ্ছিলেন ভারতের অন্যান্য প্রতিপক্ষরা কোন পরিস্থিতিতে রয়েছে।

এ বার ফিরে আস যাক রবিবারের বিশ্বকাপ ম্যাচে। ইডেনে টস জিতে প্রথমে ব্যাটিং বাছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে হিটম্যান ফেরার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি ৯০ বলে অপরাজিত ৭৪  রানের ইনিংস খেলেছেন বিরাট। কোহলি ভক্তদের এখন একটাই অপেক্ষা। যেন ইডেনেই বিরাট করেন কেরিয়ারের ৪৯তম ওডিআই সেঞ্চুরি।