Virat-Faf : আরসিবির দুই ‘রানি’র জন্মদিন, কী গিফ্ট দেবেন বিরাট-ফাফ?
Anushka Sharma and Imari Du Plessis Birthday : আজ ১ মে। আরসিবির (RCB) দুই রানীর জন্মদিন। বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মা এবং ফাফ ডু'প্লেসির (Faf Du Plessis) স্ত্রী ইমারি ডু'প্লেসির আজ জন্মদিন। ৩৫ এ পা দিলেন অনুষ্কা। অন্যদিকে ৩৮ এ পড়লেন ইমারি। আরসিবির ২ রানিকে কী বার্থ ডে গিফ্ট দিচ্ছেন বিরাট-ফাফ?
অনুষ্কা শর্মা ও ইমারি ডু’প্লেসির জন্মদিনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবির পক্ষ থেকে এক বিশেষ শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে। বিরাট কোহলির সঙ্গে অনুষ্কার ছবি এবং ফাফ ডু’প্লেসির সঙ্গে ইমারির ছবি শেয়ার করে আরসিবি সেই পোস্টে লিখেছে, ‘আমাদের অধিনায়কদের শক্তির স্তম্ভ অনুষ্কা ও ইমারিকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনাদের জন্মদিনের উপহার হিসাবে আরসিবি জিতলে খারাপ হবে না, আমরা অন্তত তেমনটাই মনে করি।’
আরসিবির শেয়ার করা এই পোস্টে বিরাট-ফাফদের ভক্তরা অনুষ্কা-ইমারিকে উইশ করার পাশাপাশি দলের জয়ের কামনা করে কমেন্ট করেছেন। বিরাট ও ফাফ দু’জনই তাঁদের স্ত্রীদের এই বিশেষ দিনে স্পেশাল বার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কোহলি যেমন তাঁর সঙ্গে অনুষ্কার কাটানো একাধিক মুহূর্ত থেকে বেশ কিছু ছবি বেছে নিয়েছেন ভিকে। স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লেখেন, ‘রোগা হও বা মোটা, তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন অনুষ্কা। তুমি আমার সবকিছু।’
View this post on Instagram
আরসিবির নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসি তাঁর পক্ষ থেকে এবং তাঁদের সন্তানদের পক্ষ থেকে ইমারির জন্য করা বার্থ ডে উইশে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ওয়াইফি। তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাদের জন্য যা করো তার জন্য ধন্যবাদ। তোমাকে আমাদের জীবনে পেয়েছি বলে নিজেদের আমরা ভীষণ ভাগ্যবান বলে মনে করি।’
View this post on Instagram