Babar Azam: এশিয়া কাপের বিতর্ক এড়িয়ে বিশ্বকাপে চোখ পাক অধিনায়কের
২০২২ সালে আইসিসির বর্ষসেরা ওডিআই প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন বাবর আজম। তিনি চাইছেন ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপেও তিনি যেন সেরা ছন্দ তুলে ধরতে পারেন।
নয়াদিল্লি: পাকিস্তানে এশিয়া কাপ আদৌ হবে কিনা, তা নিয়ে এখনও জট কাটেনি। এই টুর্নামেন্ট নিয়ে ওয়াঘার এপার-ওপার থামছে না বিতর্ক। এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করেছে ভারত। পারস্পরিক রাজনৈতিক অবস্থার কারণেই এই রকম সিদ্ধান্ত। কিন্তু এইসব বিতর্ককে পাত্তা দিতে রাজি নন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বরং এ সব থেকে বেরিয়ে চলতি বছর ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup) নিয়ে এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। কী বললেন বিশ্বকাপ নিয়ে? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
২০২২ সালে আইসিসির বর্ষসেরা ওডিআই প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন বাবর আজম। তিনি চাইছেন ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপেও তিনি যেন সেরা ছন্দ তুলে ধরতে পারেন। এমনকি তাঁর দলের প্রত্যেকেই যে বিতর্ক বাদ দিয়ে ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাও জানিয়ে দিয়েছেন পাক অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ভাবনা শুরু করে দিয়েছি। ওখানে ভালো পারফর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” আর এক ওপেনার মহম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেন করে বেশ ভালো ফলাফল পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের জুটিতে দল ভালো ফলাফল পেয়েছে।ওর পাশাপাশি আমিও রান করার চেষ্টা করব। কিন্তু প্রত্যেক ম্যাচেই তো রান করা সম্ভব না, সেইজন্যই আমি বলব, দলের দুই প্লেয়ারের ওপর নির্ভর করলে চলবে না।”
ওডিআই ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটারের পরিসংখ্যানও বেশ ভালো। ৪৭ টেস্টে ৩৬৯৬ রান রয়েছে তাঁর। সঙ্গে ৯টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। ওডিআইতেও সফল বাবর। ৯৫ টি ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। রান রয়েছে ৪৮১৩। এমনকি টি২০তে দুটি শতরান সহ ৩৩৫৫ রান করেছেন ২৮ বছরের এই ব্যাটার। তবে বাবর ভালো করেই জানেন, অতীত কী করেছেন তা বিশ্বকাপের সময় কেউই মনে রাখবেন না। ভারতের মাটিতে যদি নিজেকে মেলে ধরতে পারেন, তা হলে তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেবে তামাম ক্রিকেট দুনিয়ে। ভারতের ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান অন্যতম ফেভারিট। কাপটা এই দেশ থেকেই নিয়ে যাওয়ার স্বপ্ন এখন থেক্বি দেখতে শুরু করেছেন বাবর আজম।