T20 World Cup 2024: ভারতীয়দের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আফগানরা… মেন ইন ব্লুর সুপার ৮ শুরুর আগে রাহুল দ্রাবিড় যা বললেন
India vs Afghanistan: গ্রুপ পর্বে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে রোহিত শর্মার ভারত। এ বার রশিদ খানের আফগানিস্তানের বিরুদ্ধে সেরা আটের লড়াই শুরু করবে টিম ইন্ডিয়া। আজ, বৃহস্পতিবার রয়েছে ভারত ও আফগানিস্তানের ম্যাচ।
কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup 2024) আজ ভারতের সুপার এইট পর্ব শুরু হচ্ছে। আফগানদের বিরুদ্ধে লক্ষ্মীবারে রোহিত-বিরাটরা নামার আগে রশিদ খানদের এগিয়ে রাখলেন রাহুল দ্রাবিড়। অবাক হচ্ছেন? যে ভারতের কোচ এমন কেন করলেন? বিষয়টা পরিষ্কার করা যাক। আফগানিস্তান এমন একটা টিম যাদের ক্রিকেটাররা যে কোনও সময় চমক দেখাতে পারেন। ভারত-আফগান ম্যাচের আগে তাই প্রেস কনফারেন্সে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) অভিজ্ঞতার দিক থেকে ভারতীয়দের থেকে আফগানদের এগিয়ে রেখেছেন।
আফগান টিম যে বেশ ভয়ঙ্কর, সে কথা উল্লেখ করে রাহুল দ্রাবিড় বলেন, ‘আফগানিস্তানকে কোনও ভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে এই টি-২০ ফর্ম্যাটে। একটা বিধ্বংসী টিম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম থাকলেও ওদের প্লেয়ারদের টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতা সম্ভবত আমাদের প্লেয়ারদের থেকেও বেশি। কারণ ওরা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলেন। বিশ্বকাপে ওদের পারফম্যান্সও দেখার মতো।’
Gearing 🆙 for the Super 8s 👌 👌
Prep Mode 🔛 for #TeamIndia 👍 👍#T20WorldCup pic.twitter.com/DjR38cuJZi
— BCCI (@BCCI) June 19, 2024
রাহুল দ্রাবিড়ের কথা থেকেই পরিষ্কার যে, মেন ইন ব্লু কোনওভাবেই আফগানদের হালকা ভাবে নিচ্ছে না। আফগানিস্তানের বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে দ্রাবিড়ের গলায়। তিনি বলেন, ‘ওদের বোলিং আক্রমণও বেশ ভালো। আফগানদের দুই পেসারের বেশ অভিজ্ঞতা রয়েছে। ফারুকি ও নবীন প্রচুর ক্রিকেট খেলেছে। বল ভালো সুইং করতে পারে। আমরা ভালো করেই জানি ওদের বিরুদ্ধে চ্যালেঞ্জটা সহজ হবে না। সেই অনুযায়ী আমাদের কাউন্টার করতে হবে।’