Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ইন্দোরে বিরাট প্রেমীর জায়গা হল ‘ইন্ডোরে’

Watch Video: দেশে হোক বা বিদেশে তাঁর ফ্যানেরা সুযোগ পেলেই নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে প্রবেশ করে পৌঁছে যান বিরাট কোহলির কাছে। এ বার ইন্দোরে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচে তেমনই এক দৃশ্য দেখা গেল। আফগানদের বিরুদ্ধে বিরাট কোহলি ফিল্ডিং করার সময় নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে তাঁর কাছে ছুটে পৌঁছে যান এক ভক্ত। কোহলিকে প্রণাম করার পর জড়িয়ে ধরেন তাঁকে।

Virat Kohli: ইন্দোরে বিরাট প্রেমীর জায়গা হল 'ইন্ডোরে'
ইন্দোরে বিরাট প্রেমীর জায়গা হল 'ইন্ডোরে'Image Credit source: ViratGangIN X
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 2:06 PM

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) ভক্তর সংখ্যা অগণিত। দেশে হোক বা বিদেশে তাঁর ফ্যানেরা সুযোগ পেলেই নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে প্রবেশ করে পৌঁছে যান বিরাট কোহলির কাছে। এ বার ইন্দোরে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচে তেমনই এক দৃশ্য দেখা গেল। আফগানদের বিরুদ্ধে বিরাট কোহলি ফিল্ডিং করার সময় নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে তাঁর কাছে ছুটে পৌঁছে যান এক ভক্ত। কোহলিকে প্রণাম করার পর জড়িয়ে ধরেন তাঁকে। এরপরই অবশ্য বিরাট কোহলির কাছে চলে আসেন নিরাপত্তাকর্মীরা। বিরাটের সেই ভক্তকে তারপর টেনে হিঁচড়ে তাঁরা বের করে নিয়ে যান মাঠ থেকে। সেই সময় বিরাট কোহলি ওই নিরাপত্তারক্ষীদের বলেন, ‘আরাম সে, আরাম সে’ (অর্থাৎ ধীরে ধীরে)।

নিরাপত্তার বেড়া টপকে বিরাট কোহলিকে ছুঁয়ে দেখার স্বপ্নপূরণ তো হয়েছে ওই ফ্যানের। কিন্তু তাঁকে পুলিশ আটক করেছে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত-আফগানিস্তানের টি-২০ ম্যাচ চলাকালীন এক তরুণ নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে বিরাট কোহলির কাছে মাঠে পৌঁছে যান। তাঁকে জড়িয়ে ধরেন। সেই কোহলি ভক্তকে পুলিশ আটক করেছে। তাঁকে আটক করার পর পুলিশ তুকোগঞ্জ থানায় নিয়ে গিয়েছে।

পুলিশের এক কর্তা জানিয়েছেন, ওই যুবক নিজেকে বিরাট কোহলির বড় ভক্ত বলে জানিয়েছেন। তাঁর কাছে রবিবারের ম্যাচের টিকিট ছিল। তিনি হোলকার স্টেডিয়ামের নরেন্দ্র হিরওয়ানি গেট দিয়ে গ্যালারিতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে ফেন্স টপকে বিরাট কোহলি ফিল্ডিং করার সময় মাঠে প্রবেশ করেছিলেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ পূরণ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ১৭২ রান তোলে আফগানরা। রান তাড়া করতে নেমে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরে ১৬ বলে ২৯ রান করেন বিরাট কোহলি।