Akash Madhwal : হতবাক করলেন ঋদ্ধিকে, উপড়ে দিলেন গিলের স্টাম্প! মুম্বইয়ের ‘আকাশে’র উজ্জ্বল তারাকে চেনেন?

MI vs GT, IPL 2023 : শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ২৭ রানে হারিয়েছে। গুজরাটের বিরুদ্ধে দু'বার স্কোর ডিফেন্ড করা প্রথম দল হয়ে উঠেছে মুম্বই। দলের পেসার আকাশ মাধওয়াল ২১৮ রান ডিফেন্ড করতে নেমে বড় অবদান রাখলেন।

Akash Madhwal : হতবাক করলেন ঋদ্ধিকে, উপড়ে দিলেন গিলের স্টাম্প! মুম্বইয়ের 'আকাশে'র উজ্জ্বল তারাকে চেনেন?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 8:57 AM

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স দলের বহুদিনের সদস্য SKY। যাঁর ব্যাটিং তাণ্ডবের চর্চা এখন সর্বত্র। এদিকে শুক্রবার রাতে মুম্বইয়ের ‘স্কাই’-এ  দেখা গেল নতুন তারা। যাঁর নাম আকাশ মাধওয়াল। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ছিল মুম্বইয়ের সামনে (IPL 2023)। ঘরের মাঠে হার্দিক পান্ডিয়াদের ২১৯ রানের বড় লক্ষ্য দেয় রোহিত অ্যান্ড কোম্পানি। সৌজন্যে সূর্যকুমার যাদবের অপরাজিত ১০৩ রান। গুজরাটকে ২৭ রানে হারিয়ে দেওয়ার পিছনে যদি SKY-এর চেয়ে কম অবদান রাখলেন না আকাশ (Akash Madhwal)। ২৯ বছরের ডান হাতি পেসার ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট। গুজরাটের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট আকাশের ঝুলিতে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯১ রানে গুজরাটকে আটকে দেওয়ার কৃতিত্ব কম নয়। বোলারদের, বিশেষ করে আকাশের পারফরম্যান্স মুম্বইয়ের জয় নিশ্চিত করে। শুক্রবারের ম্যাচের পর রোহিতের দলের এই নয়া পেস সেনসেশনের পরিচয় জানতে উৎসাহী ক্রিকেট জনতা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

শুক্রবারের ম্যাচের আগে পর্যন্ত আকাশ মাধওয়াল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেথ ওভারে বোলিং করেছেন। তবে এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা তাঁকে দিয়ে বোলিং ওপেন করান। বিশাল রান তাড়া করতে নামা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ধাক্কা দেন তিনি। নিজের প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহাকে এলবিডব্লিউ করেন আকাশ। মাত্র ২ রানে ফেরেন গত ম্যাচে ৮১ রানের ইনিংস খেলা ঋদ্ধিমান। দ্বিতীয় ওভারেই গুজরাটের ব্যাটিং সেনসেশন শুভমান গিলের স্টাম্প উপড়ে দেন মাধওয়াল। উইকেট ছিটকে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে ফিরিয়ে টাইটান্সদের ব্যাটিং বিভাগকে নড়িয়ে দেন আকাশ। দ্বিতীয় স্পেলেও সাফল্য। ডেভিড মিলারের উইকেট নিলেন। উইকেটে সেট হয়ে যাওয়া মিলারের ব্যাট চাপ বাড়াচ্ছিল মুম্বই শিবিরে। তখনই আবির্ভাব আকাশের। তাঁর স্লোয়ার বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে ফেরেন মিলার (২৬ বলে ৪১ রান)।

চলতি আইপিএলে বোলিং বিভাগ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাটকে জয়ের লক্ষ্যের আগেই আটকে দিয়ে সমালোচকদের মুখ কিছুটা হলেও বন্ধ করেছেন আকাশরা। এ বার আসা যাক আকাশের পরিচয়ে। মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মার নতুন অস্ত্র আকাশ মাধওয়াল উত্তরাখণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। দলের অধিনায়কও তিনি। ২০২২ সালের আইপিএলে চোট পাওয়া সূর্যকুমার যাদবের জায়গায় তিনি মুম্বই ইন্ডিয়ান্সে অন্তর্ভুক্ত হন। রুরকির ছেলে মাধওয়াল তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার ছিলেন। ২৯ বছর বয়সী মাধওয়াল ১০টি ফার্স্ট ক্লাস, ১৭টি ‘লিস্ট এ’ এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন।