DC vs SRH, IPL 2021 Match Prediction: অরেঞ্জ আর্মির ভাগ্য বদলাবে নাকি পন্থরা উঠবে মগডালে
Today Match Prediction of DC vs SRH: আইপিএলের ৩৩তম ম্যাচে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।
দুবাই: আরব দেশে শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দ্বিতীয় পর্বের আসর। দুবাইতে আজ ধুঁকতে থাকা সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখে নামবে দুরন্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। লিগ টেবলের শীর্ষে থেকে আইপিএলের প্রথম পর্ব শেষ করেছিল পন্থের দিল্লি। অন্যদিকে প্রথম পর্বে অরেঞ্জ আর্মির পারফরম্যান্স মারাত্মক হতাশাজনক। একের পর এক ম্যাচে হেরে হায়দরাবাদ অধিনায়ক বদল করেছে। এখনও পর্যন্ত মোট ৮টি ম্যাচে খেলেছে দিল্লি। লিগ তালিকার দু’নম্বরে রয়েছে পন্থের দল। অন্যদিকে ৭টি ম্যাচের মাত্র একটিতে জিতে লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে উইলিয়ামসনের দল।
দিল্লি শিবিরে ফিরেছে দলের বড় শক্তি শ্রেয়স আইয়ার। প্রথম পর্বে চোটের জন্য খেলতে পারেননি। তিনি ফেরায় দল আরও শক্তিশালী হয়ে উঠেছে এমনটাই দাবি করছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। দিল্লির ব্যাটিং লাইন আপ সত্যিই দুরন্ত। ওপেনিংয়ে রয়েছেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-র সুপারহিট জুটি। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার জবাব কি আইপিএলে দিতে পারবেন ধাওয়ান-পৃথ্বীরা? প্রথম পর্বে শিখর ৮ ম্যাচে মোট ৩৮০ রান করেছিলেন। পৃথ্বী পেয়েছিলেন ৩০৮ রান।
টিম দিল্লির মিডল অর্ডারে রয়েছেন ক্যাপ্টেন পন্থ, শ্রেয়স আয়ার, স্টিভ স্মিভ, মার্কোস স্টোয়নিস ও শিমরন হেটমায়ারের মতো ক্রিকেটাররা। কোনও কারণে ওপেনিং জুটি ভালো পারফর্ম না করলে দলকে উদ্ধার করতে সক্ষম এই ব্যাটিং লাইন আপ। শুধু ব্যাটিং নয়, দিল্লির বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র স্পিনারের পাশাপাশি রয়েছে অক্ষর প্যাটেল, আবেশ খান, কাগিসো রাবাডা, অমিত মিশ্রা, ললিত যাদব ও প্রবীণ দুবেরা।
এ বারের আইপিএলে হায়দরাবাদের থেকে এগিয়ে রয়েছে দিল্লি। কিন্তু হেড টু হেডে নজর রাখলে অন্য ছবি দেখা যায়। এখনও পর্যন্ত মোট ১৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে দিল্লি জিতেছে ৮ বার ও হায়দরাবাদ জিতেছে ১১ বার।
পন্থদের বিপক্ষ দলের বড় প্রতিপক্ষ জনি বেয়ারস্টো আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে অরেঞ্জ আর্মিতে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডে, ঋদ্ধিমান সাহা, কেদার যাদবের মতো ক্রিকেটাররা। যাদের ব্যাট জ্বলে উঠলে দিশা পাবে হায়দরাবাদ। বোলিং বিভাগে রয়েছে সেরা অস্ত্র রয়েছেন আফগান তারকা বোলার রশিদ খান। আরও রয়েছেন ভুবনেশ্বর কুমার, টি নটরাজনের মতো বোলাররা। মরুশহরে আজ নেতা কেনের দৌলতে বদলাবে অরেঞ্জ আর্মির ভাগ্য নাকি লিগ টেবলের শীর্ষে উঠে পড়বে দিল্লি ক্যাপিটলস। সেদিকেই নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
আরও পড়ুন: IPL 2021: পন্থকে নিয়ে কী বললেন রিকি পন্টিং?
আরও পড়ুন: IPL 2021: আইপিএল অভিষেকে বড় উইকেট বাংলার ঈশাণ পোড়েলের