CSK vs GT, IPL 2023 : মোতেরার দুর্দশার দিনে মনে পড়ল ইডেন গার্ডেন্সের কথা!
৮০০ কোটি টাকার বিপুল টাকা ব্যয় করেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এত জঘন্য পরিকাঠামো দেখে চোখ কপালে উঠেছে ক্রিকেট বিশ্বের।
কলকাতা: লাগাতার দুটো দিন ধরে বৃষ্টি। আমেদাবাদের বৃষ্টি আইপিএল ফাইনাল (IPL 2023) নিয়ে দর্শকদের যাবতীয় উত্তেজনায় জল ঢেলে দিয়েছে। রবিবার, ২৮ মে ছিল ১৬তম আইপিএলের ফাইনাল। সেদিন ফাইনাল স্থগিত হয়ে যায় বৃষ্টির কারণে। মাঠে নামতেই পারেননি ক্রিকেটাররা। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। সোমবার, রিজার্ভ ডে-র দিনও পিছু ছাড়েনি বৃষ্টি। গুজরাট টাইটান্সের ইনিংস শেষ হওয়ার পর সবেমাত্র চেন্নাই সুপার কিংস (CSK vs GT) রান তাড়া করতে নেমেছে। তখনই ফের হানা দেয় বৃষ্টি। ম্যাচ থেমে রইল বহুক্ষণ। বৃষ্টির জেরে জল জমে যায় মাঠে। বৃষ্টি থামার পর মোতেরার মাঠ শুকোনো পদ্ধতি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। স্পঞ্জ দিয়ে উইকেটের আশেপাশের জল শুকোনোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসবের মাঝেই নেটিজেনদের মনে পড়ল আইকনিক ইডেন গার্ডেন্সের কথা। কিন্তু কেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দর্শক আসনের জন্য এই স্টেডিয়াম এখন বিসিসিআইয়ের পছন্দের তালিকায় পয়লা নম্বরে। আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামকে নতুনভাবে তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। অথচ বৃষ্টি, বাদলার দিনে স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করে তুলতে হিমশিম খেতে হল গ্রাউন্ডসম্যানদের। বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও প্রায় ঘণ্টা দেড়েক লেগে গেল মাঠ খেলার উপযুক্ত করতে। হরভজন সিং প্রশ্ন করেন, বৃষ্টি হবে এটা যখন আগে থেকে জানা ছিল তাহলে পিচ ঢাকতে এত সময় কেন লাগল? কভার সরানোর পর দেখা যায় পিচের আশেপাশে জল জমে রয়েছে। নেটিজনদের প্রশ্ন, মাঠ পুরোপুরিভাবে ঢাকা দেওয়া ব্যবস্থা নেই কেন, যেমন ব্যবস্থা রয়েছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
প্রসঙ্গত, একটা সময় ইডেন গার্ডেন্সও নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। ২০১৫ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তখন সিএবি প্রেসিডেন্ট পদে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসা দর্শকরা জঘন্য ড্রেনেজ সিস্টেমের জন্য তুলোধনা করে সিএবি কর্তৃপক্ষকে। প্রবল সমালোচিত হন সৌরভ। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডেন গার্ডেন্সে নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটে সৌরভের আমলেই। ইডেনে কোরিং করা হয়। আউট ফিল্ডে বালির পরিমাণ বাড়ানো হয়। জল নিষ্কাশনের ক্ষেত্রেও আধুনিক টেকনোলজির ব্যবহার হয়। ফলে বৃষ্টি হলেও থামার পর মাঠ খেলার উপযুক্ত করে তুলতে বেশি সময় লাগে না।
চলতি বছরে ভারতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা। ৮০০ কোটি টাকার বিপুল টাকা ব্যয় করেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এত জঘন্য পরিকাঠামো দেখে চোখ কপালে উঠেছে ক্রিকেট বিশ্বের। ইডেন গার্ডেন্স পারলেও অত্যাধুনিক মোদী স্টেডিয়াম কেন পিছিয়ে পড়ল এই প্রশ্নেই মুখ পুড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।