Dravid-Shubman: সে বার পেরেছিলেন, এ বারও কি রাহুলের মান রাখবেন শুভমন?
ICC world Cup 2023, IND vs AUS Final: ভারতীয় যুব দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের প্রথম বিশ্বকাপ ছিল ২০১৬ সালে। বাংলাদেশে হয়েছিল সে বারের বিশ্বকাপ। ঋষভ পন্থ, ঈশান কিষাণরা ছিলেন দলে। ট্রফির ম্যাচে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে। বছর দুয়েক পর। পৃথ্বী শ-র নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় ভারেতর। সেই দলের কোচ রাহুল দ্রাবিড়। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ তাঁর কাছে অজানা নয়। সিনিয়র দলেও যেন একই পরিস্থিতি দ্রাবিড়ের সামনে।
অভিষেক সেনগুপ্ত
আমেদাবাদ: শুভমন গিলকে চেনেন? মনে হতেই পারে, এটা কোনও প্রশ্ন হল! ক্রিকেট দেখি, বিশ্বকাপ দেখছি, ভারতীয় দলকে এত বছর ধরে ফলো করছি আর শুভমন গিলকে চিনব না? আর যদি বলা হয়, পাঁচ বছর আগে? একটু হয়তো ভাবতে হবে। তখন তো আর প্রিন্স ছিলেন না শুভমন! দ্রাবিড়ের ভরসা ছিলেন অবশ্যই। সেবার পেরেছিলেন গুরু দ্রাবিড়কে বিশ্বকাপ ট্রফি দিতে। সেই শুভমন গিলের কাছে আরও একটা সুযোগ। আরও একটু খোলসা করা যাক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় যুব দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের প্রথম বিশ্বকাপ ছিল ২০১৬ সালে। বাংলাদেশে হয়েছিল সে বারের বিশ্বকাপ। ঋষভ পন্থ, ঈশান কিষাণরা ছিলেন দলে। ট্রফির ম্যাচে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে। বছর দুয়েক পর। পৃথ্বী শ-র নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় ভারেতর। সেই দলের কোচ রাহুল দ্রাবিড়। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ তাঁর কাছে অজানা নয়। সিনিয়র দলেও যেন একই পরিস্থিতি দ্রাবিড়ের সামনে।
সিনিয়র দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের প্রথম বিশ্বকাপ ছিল গত বছর। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। সেমিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হারে সেই পর্বেই ইতি। ফের একবার বিশ্বকাপ। কোচ রাহুল দ্রাবিড়ের কাছে আরও একটা বিশ্বজয়ের স্বাদ পাওয়ার স্বপ্ন। বরং এটাই যেন আসল বিশ্বকাপ। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতা হয়নি। ২০০৩ সালে ফাইনালে উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য দ্রাবিড়। প্লেয়ার হিসেবে যেটা পারেননি, কোচ হিসেবে সেই স্বপ্নপূরণ হতে পারে। সেবারও সামনে ছিল অস্ট্রেলিয়া, এ বারও। মাঝের অস্ট্রেলিয়াটাই বা বাদ দেওয়া যায় কী ভাবে!
আবারও ফিরতে হবে যুব দলের সঙ্গে রাহুল দ্রাবিড়ের দ্বিতীয় বিশ্বকাপে। ২০১৮ সালে নিউজিল্যান্ডের মাটিতে খেলা। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালে নায়ক হয়েছিলেন মনজ্যোৎ কালরা। সেঞ্চুরি করেছিলেন। তিনে নেমে শুভমনের অবদান ৩০ বলে ৩১ রান। ফাইনালে তাঁর ব্যাটে বড় রান না এলেও টুর্নামেন্টে তিনিই ছিলেন সেরা ব্যাটার। একের পর এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন শুভমন। যদিও সেই বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে ছিলেন পৃথ্বী শ। গিল নিতান্তই সাধারণ এক সদস্য। পারফরম্যান্স ছিল অসাধারণ।
তেইশের বিশ্বকাপে সমস্ত আকর্ষণ বিরাট কোহলিকে ঘিরে। রোহিত, শুভমন, রোহিত, লোকেশ রাহুলরা নিঃশব্দে দায়িত্ব পালন করে চলেছেন। শুভমনের কাছে আরও একটা সুযোগ। ঠিক যেমন যুবস্তরে কোচ দ্রাবিড়কে জিতিয়েছিলেন, সিনিয়র বিশ্বকাপেও তারই পুনরাবৃত্তিতে। সামনে সেই অস্ট্রেলিয়াই।