Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2023: অপেক্ষার কয়েক দিন, মুম্বই দল সম্পর্কে জেনে নিন…

Women's Premier League: তালিকাটা এখানেই শেষ নয়। বিদেশিদের মধ্যে ন্য়াট সিবারও রয়েছেন। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। মিডল অর্ডারে এই দুই অলরাউন্ডার মুম্বইয়ের বড় শক্তি। সঙ্গে ইনিংসের শুরুতে যস্তিকা ভাটিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।

WPL 2023: অপেক্ষার কয়েক দিন, মুম্বই দল সম্পর্কে জেনে নিন...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 7:45 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার হতাশা। সেমিফাইনালেই বিদায় নিয়েছে ভারত। ইতিবাচক দিক, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে নেমেও শেষ ওভার অবধি লড়াই করেছে টিম ইন্ডিয়া। ফোকাস এখন উইমেন্স প্রিমিয়ার লিগে। প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। দীর্ঘ দিন ধরেই মেয়েদের আইপিএল আলোচনার পর্যায়ে ছিল। বিশ্ব মঞ্চে সাফল্য়ের জন্য় মেয়েদের আরও বেশি ম্য়াচ প্রয়োজন। এত দিন হাতে গোনা কয়েকজন ভারতীয় ক্রিকেটার মেয়েদের বিগ ব্য়াশ, দ্য় হান্ড্রেড, কিয়া সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন। ভারতে তিন দলের চ্য়ালেঞ্জার্স ট্রফি হলেও কয়েক ম্যাচের টুর্নামেন্ট থেকে প্রাপ্তি বিশেষ কিছু হত না। এ বার পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ। বিশ্বের অন্য়ান্য় সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ। ভারতে মেয়েদের ক্রিকেটে উন্নতির সেতু হতে পারে উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪ মার্চ নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। কেমন দল গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স? বিশ্লেষণে TV9Bangla

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ট্রফির নিরিখে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম মরসুম কেমন কাটবে মুম্বইয়ের, তার জন্য় অপেক্ষা মার্চের শেষ সপ্তাহের। কতটা সম্ভাবনা, সে দিকে নজর দেওয়া যেতেই পারে। অকশনে মুম্বইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। উইমেন্স প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দেবেন হরমনই। অকশনে তারা যে দল গড়েছে, সে দিক থেকে বলা যায়, মুম্বইয়ের মূল শক্তি মিডল অর্ডার। হরমনপ্রীত কৌর নিজে রয়েছেন। পাশাপাশি নিউজিল্য়ান্ডের অলরাউন্ডার অ্য়ামেলিয়া কের, সদ্য় ভারতীয় দলে অভিষেক হওয়া অমনজ্যোৎ কৌর, দক্ষিণ আফ্রিকা ক্লো ট্রায়ন এবং পূজা বস্ত্রকার। তবে শেষের জনকে নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। বিশ্বকাপে সেমিফাইনালের দিন গুরুতর অসুস্থ হওয়ায় তড়ঘড়ি তাঁর পরিবর্ত নিতে হয়। উইমেন্স প্রিমিয়ার লিগ শুরুর আগে পূজা সুস্থ হয়ে উঠবেন, এমনটাই প্রত্য়াশা। তাঁর মতো পেস বোলিং অলরাউন্ডার থাকা যে কোনও দলের বড় শক্তি।

তালিকাটা এখানেই শেষ নয়। বিদেশিদের মধ্যে ন্য়াট সিবারও রয়েছেন। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। মিডল অর্ডারে এই দুই অলরাউন্ডার মুম্বইয়ের বড় শক্তি। সঙ্গে ইনিংসের শুরুতে যস্তিকা ভাটিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। মুম্বইয়ের দুর্বলতা হতে পারে উইকেটকিপার ব্য়াটার। যস্তিকা চোট পেলে! মুম্বই বেশ কয়েকজন আনক্য়াপড প্লেয়ারকে দলে নিয়েছে। সেই অনভিজ্ঞতাও সমস্য়ার হয়ে দাঁড়াতে পারে। চাপের পরিস্থিতিতে দক্ষতার পাশাপাশি অভিজ্ঞতাও প্রয়োজন।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা