Team India: ইচ্ছে হলে রোহিতদের চোকার্স বলতে পারেন, এমন বিস্ফোরণ কার?

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে সমর্থকরা, সকলেই আশা করেছিলেন, এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন রোহিত শর্মারা।

Team India: ইচ্ছে হলে রোহিতদের চোকার্স বলতে পারেন, এমন বিস্ফোরণ কার?
ইচ্ছে হলে রোহিতদের চোকার্স বলতে পারেন, এমন বিস্ফোরণ কার? Image Credit source: ICC Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 1:46 PM

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে লজ্জার হার হয়েছে রোহিত শর্মার দলের। ভারতীয় দলের এই খেলা দেখে সমর্থকেদের মতোই ক্ষুব্ধ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও (Kapil Dev)। রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার। কী বলেছেন কপিল? তুলে ধরল TV9 Bangla

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে সমর্থকরা, সকলেই আশা করেছিলেন, এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন রোহিত শর্মারা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াকে বাদ দিলে বাকিরা কেউই আর কিছু করতে পারেননি। ভারতীয় দলের জঘন্য এই পারফরম্যান্সের পর সিনিয়রদের সরে যাওয়া উচিত, এমনও বলা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনাল পর্যন্ত দুরন্ত ক্রিকেট খেলেই পৌঁছেছিল ভারত। কিন্তু এই হার ভক্তদের নিরাশ করেছে। আইসিসি টুর্নামেন্ট বারবার ব্যর্থ হওয়ার ফলে নেটিজেনরা ভারতীয় দলকে এ বার চোকার্স বলতে শুরু করেছে। বিশ্ব ক্রিকেটে এতদিন সাউথ আফ্রিকাকে চোকার্স বলা হত। ভারতীয় দলকে সেই তালিকায় জুড়ে ফেলেছেন সমর্থকরা।

১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই টিমের অধিনায়ক কপিল দেব চোকার্স আখ্যাকে কার্যত সমর্থন করে বলেছেন, “হাঁ, অবশ্যই আমরা ভারতীয় দলকে চোকার্স বলতে পারি। বারবার ট্রফির এত কাছে এসেও ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারছে না।” সঙ্গে কপিল জুড়েছেন, “তবে, এখনই ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হবে না। মনে রাখতে হবে, এরাই কিন্তু ভারতীয় দলের হয়ে বছরের পর বছর ধরে ভালো ক্রিকেট খেলে দেশকে সাফল্য দিয়েছে। ওরাও সফল হয়েছে।” বিশ্বকাপ জয়ী প্ৰাক্তন অধিনায়ক আরও বলেছেন, “ভারতীয় দলের খেলোয়াড়ের উপর এ ভাবে আঙ্গুল তোলাটাও ঠিক নয়। ইংল্যান্ড অ্যাডিলেডের কন্ডিশন ঠিকঠাক বুঝতে পেরেছিল। ভারতীয় দল সেটা পারেনি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ছাড়া বাকি দলের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টে ব্যর্থ। তাই সেমিফাইনালে ভারতীয় দলকে হারের মুখ দেখতে হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল থেকে সমর্থকরা।