EURO 2020 : অপরাজিত থেকে প্রিকোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ম্যাচের ১২ মিনিটে চেক বক্সে ইংল্যান্ডের দুরন্ত পাসিং ফুটবল। গ্রিলিসের মাপা ক্রস থেেকে হেড করে ইংল্যান্ডকে এগিয়ে দেন সেই স্টার্লিং।
ইংল্যান্ড- ১ (রহিম স্টার্লিং ১২’)
চেক প্রজাতন্ত্র- ০
লন্ডনঃ ইংল্যান্ডের কাছে হারলেও শেষ ষোলোর টিকিট জোগাড় করে ফেলেছে চেক প্রজাতন্ত্র। তিন নম্বরে শেষ করা সেরা চার দল যাবে নক আউটে। ইউক্রেন আর ফিনল্যান্ডের চেয়ে বেশি পয়েন্ট পাওয়ায় চেক আগেই পৌছে যায় শেষ ষোলোয়। পয়েন্ট আর গোল পার্থক্যে ক্রোয়েশিয়ার সাথে সমান হলেও মদ্রিচদের চেয়ে কম গোল দেওয়ায় তিন নম্বরে শেষ করলেন শিক-কালাসরা। এদিন রহিম স্টার্লিংয়ের (RAHEEM STERLING)গোলে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড(ENGLAND)। অপরাজিত থেকে পরের রাউন্ডে হ্যারি কেনের(HARY KANE) দল।
এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ইংল্যান্ড। ম্যাচের মাত্র ২ মিনিটে গোলের সুযোগও পায় ইংল্যান্ড। রহিম স্টার্লিংকে যখন চেক গোলরক্ষক ভ্যাকলিক কভার করেন, তখন আলতো করে গোলের মুখে বল রাখেন ইংরেজ স্ট্রাইকার। বল পোস্টে লেগে ফিরে আসায় গোল হাতছাড়া হয় স্টার্লিংয়ের। তবে আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি ইংল্যান্ড। ম্যাচের ১২ মিনিটে চেক বক্সে ইংল্যান্ডের দুরন্ত পাসিং ফুটবল। গ্রিলিসের মাপা ক্রস থেেকে হেড করে ইংল্যান্ডকে এগিয়ে দেন সেই স্টার্লিং।
এরপর ম্যাচে ফেরার চেষ্টায় পাল্টা আক্রমণের পথ নেয় চেক প্রজাতন্ত্র। ইংল্যান্ড বক্সের বাইরে থেকে বেশ কয়েকবার দূরপাল্লার শটে গোলমুখ খোলার চেষ্টা করে চেক স্ট্রাইকাররা। তবে তিনকাঠির তলায় পিকফোর্ডের উপস্থিতি যাবতীয় চেষ্টায় জল ঢেলে দেয় চেক প্রজাতন্ত্রের। গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা জারি রেখেছিল ইংল্যান্ডও। গ্রিলিস-সাকা-রা বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে স্ট্র্যাটেজি বদলে নেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ডিফেন্স মজবুত রেখে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ। শ’-স্টোনস-ওয়াকারদের ডিফেন্স ভেঙে গোলের সুযোগ বারবার ব্যর্থ হয় চেক প্রজাতন্ত্রের। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করলে তা করতে ব্যর্থ হয় ইংল্যান্ডও।
ইংল্যান্ডের দৃষ্টিনন্দন ফুটবল দর্শকদের নজর কাড়লেও, প্রিকোয়ার্টার ফাইনালের আগে গোল হাতছাড়া হওয়ার রোগ চিন্তায় রাখছেন ইংল্যান্ড কোচ সাউথগেটকে।