EPL 2021-22: গোলের সেঞ্চুরি মিশরের রাজপুত্রের
১৬২ ম্যাচে ১০০ গোল করার নজির গড়লেন মোহামেদ সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন মিশরের (Egypt) রাজপুত্র। সেই বছরই লিভারপুলের জার্সিতে ৪৪ গোল করেন সালাহ। সোনার বুট জেতেন তিনি। ২০১৮ সালে লিভারপুলের নতুন চুক্তিতে সইয়ের পর গোলের খিদে আরও বেড়ে যায় তাঁর। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সর্বত্র ক্লপের ত্রাতা হয়ে ওঠেন মিশরের রাজপুত্র (Egyptian King)।
লন্ডন: অপ্রতিরোধ্য মিশরের রাজপুত্র। ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) গোলের সেঞ্চুরি করে ফেললেন মোহামেদ সালাহ (Mohamed Salah)। অনন্য কীর্তি গড়লেন লিভারপুলের (Liverpool FC) ফরোয়ার্ড। রবিবার লিডসের (Leeds) বিরুদ্ধে গোল করতেই ১০০ গোলের মাইস্টোন স্পর্শ করলেন সালাহ। প্রিমিয়ার লিগে ১০০ গোল এর আগে অনেকেই করেছেন। কিন্তু দ্রুততম ১০০ গোল করার নিরিখে সালাহর নাম ৫ নম্বরে।
Mo Salah. @PremierLeague centurion ??? pic.twitter.com/I6kZfoEdre
— Liverpool FC (@LFC) September 12, 2021
১৬২ ম্যাচে ১০০ গোল করার নজির গড়লেন মোহামেদ সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন মিশরের (Egypt) রাজপুত্র। সেই বছরই লিভারপুলের জার্সিতে ৪৪ গোল করেন সালাহ। সোনার বুট জেতেন তিনি। ২০১৮ সালে লিভারপুলের নতুন চুক্তিতে সইয়ের পর গোলের খিদে আরও বেড়ে যায় তাঁর। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সর্বত্র ক্লপের ত্রাতা হয়ে ওঠেন মিশরের রাজপুত্র (Egyptian King)।
The fifth-quickest player to reach ? #PL goals!
?? @MoSalah is in good company ? pic.twitter.com/XFblGSnPH5
— Premier League (@premierleague) September 12, 2021
২০১৪ সালে ১১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বাসেল থেকে সালাহকে নেয় চেলসি (Chelsea)। ব্লুজদের হয়ে অবশ্য মাত্র ১৩টা ম্যাচ খেলেন তিনি। গোল করেন ২টো। এরপর সই করেন রোমায়। ২০১৭-১৮ মরসুমেই ভাগ্যের চাকা ঘোরে বাঁ-পায়ের এই ফুটবলারের। রোমা থেকে সই করেন লিভারপুলে। ২০১৯-২০ মরসুমে ১৯ গোল করে লিভারপুলের টপ স্কোরার হন সালাহ। রবিবার রাতে প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করার পর সালাহর ভূয়ষী প্রশংসা করেন জুর্গেন ক্লপ (Jurgenn Klopp)। তিনি বলেন, ‘একজন অপ্রতিরোধ্য ফুটবলার। যেমন গোল চেনে তেমনই ওর গতি।’ প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করার তালিকায় সবার ওপরে অ্যালান শিয়ারার। ১২৪ ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন শিয়ারার। তাঁর পর রয়েছেন হ্যারি কেন (১৪১), সের্জিও অ্যাগুয়েরো (১৪৭) আর থিয়েরি অঁরি (১৬০)। এই তালিকায় আফ্রিকা মহাদেশের একমাত্র ফুটবলার মো সালাহ।