Olympic Football: প্যারিস অলিম্পিক ফুটবলে যে তারকাদের দিকে নজর থাকবে…

Paris Olympics 2024: এ বার আসা যাক মেয়েদের ফুটবলে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিলের মতো দল। ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার মার্তা শেষ বারের মতো খেলবেন আন্তর্জাতিক মঞ্চে। কেরিয়ারের ষষ্ঠ অলিম্পিকের পরই অবসর নেবেন মার্তা। 

Olympic Football: প্যারিস অলিম্পিক ফুটবলে যে তারকাদের দিকে নজর থাকবে...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 22, 2024 | 7:47 PM

গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে জোগো বোনিতো। এ বারের অলিম্পিক প্যারিসে। নজর থাকবে সুন্দর খেলা ফুটবলেও। বিশ্ব ফুটবলের অনেক নতুন প্রতিভার পাশাপাশি তারকা ফুটবলারদেরও দেখা যাবে। মাঝে মাত্র ১০ দিনের মতো সময়। এরপরই শুরু হবে অলিম্পিকে ফুটবল ইভেন্ট। পুরুষ ও মহিলা ফুটবলে একঝাঁক তারকাকে দেখা যাবে। অলিম্পিকের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব ২৩ দল খেলানো হয়। যদিও তিন জন ২৩ বছরের উপরেও রাখা যেতে পারে। কাদের দিকে থাকবে নজর? জেনে নেওয়া যাক বিস্তারিত।

অলিম্পিকের আয়োজক ফ্রান্সকে নেতৃত্ব দেবেন আলেজান্দ্রে লাকাজেত। আর্সেনালের এই প্রাক্তন ফুটবলার বর্তমানে খেলেন তাঁর ছেলেবেলার ক্লাব অলিম্পিক লায়োনেসে। এই প্রথম বার অলিম্পিকে খেলবেন ফরাসি স্ট্রাইকার। সেমিফাইনালে উঠলে নিজের ঘরের স্টেডিয়ামেও খেলার সুযোগ পেতে পারেন।

তেমনই রয়েছেন আশরাফ হাকিমি। প্যারিস স্যঁ জ্যঁ-তেই খেলেন মরক্কোর এই ফুটবলার। ফাইনাল অর্থাৎ গোল মেডেলের ম্যাচে উঠলে তাঁর ক্লাব স্টেডিয়ামেই খেলার সুযোগ পেতে পারেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে চমকে দিয়েছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো।

আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের চার সদস্য থাকছেন তাদের অলিম্পিক স্কোয়াডে। জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্ডি, জেরোনিমো রুলি এবং থিয়াগো আলমাদা। বিশ্বকাপের পাশাপাশি অলিম্পিকে সোনার পদকের অনন্য নজিরের সুযোগ তাদের সামনে।

এ বার আসা যাক মেয়েদের ফুটবলে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিলের মতো দল। ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার মার্তা শেষ বারের মতো খেলবেন আন্তর্জাতিক মঞ্চে। কেরিয়ারের ষষ্ঠ অলিম্পিকের পরই অবসর নেবেন মার্তা। অলিম্পিকের মঞ্চে টানা পাঁচ বার গোল করার নজির রয়েছে। নিজের রেকর্ডও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মার্তার সামনে।

স্পেনের স্কোয়াডে ১৫জনই বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। এর মধ্যে রয়েছেন ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেয়া এবং বার্সেলোনায় তাঁর আরও দুই সতীর্থ আইতানা বোনমাতি, সালমা প্যারায়ুয়েলো। অভিজ্ঞ জেনি হার্মেসো, আইরিন পারেদেস, ওলগা ক্যারমোনা। এ ছাড়াও বিভিন্ন দেশের তারকারা থাকছেন।